Explained: লাস্ট চান্স! আগামিকাল প্যান-আধার সংযুক্তিকরণের শেষ দিন, না হলে কী হবে?

আর্থিক বিভিন্ন ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক।

আর্থিক বিভিন্ন ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক।

author-image
IE Bangla Web Desk
New Update
Aadhar and PAN

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) করদাতাদের তাঁদের স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (প্যান) তাঁদের আধার নম্বরের সঙ্গে লিংক করার জন্য ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময় দিয়েছে। সমস্ত করদাতাদের লিংক করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। কারণ, কোনও অসম্মতির অর্থই হল ২০২৩ সালে ১ জুলাই থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। যেহেতু সিকিউরিটিজ মার্কেটে সমস্ত লেনদেনের জন্য প্যান হল একমাত্র শনাক্তকরণ নম্বর, তাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সেবি বর্তমান বিনিয়োগকারীদের তাঁদের আধার নম্বরের সঙ্গে প্যান লিংক করার নির্দেশ দিয়েছে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তি সিকিউরিটিজ মার্কেটে লেনদেন চালিয়ে যেতে পারে।

Advertisment

আধার নম্বরের সাথে প্যান লিংক করার যৌক্তিকতা কী?
আয়কর বিভাগ প্যান-কে আধারের সঙ্গে লিংক বা সংযুক্ত করার কথা ঘোষণা করেছে। যেখানে একাধিক স্থায়ী অ্যাকাউন্ট নম্বর এক ব্যক্তিকে বরাদ্দ করা হয়েছে বা একাধিক ব্যক্তিকে একটি প্যান বরাদ্দ করা হয়েছে। প্যান ডাটাবেসের ডি-ডুপ্লিকেশনের একটি শক্তিশালী উপায় হল, আধার পাওয়ার যোগ্য একজন করদাতার জন্য প্যান এবং আয়ের রিটার্নের আবেদনপত্রে তাঁর আধারের উদ্ধৃতি বাধ্যতামূলক করা হয়েছে।

কার প্যান-কে আধারের সঙ্গে সংযুক্ত করতে হবে?
২০২২ সালের মার্চে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) দ্বারা জারি করা একটি সার্কুলার অনুসারে, আয়কর আইন ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত প্যান বরাদ্দ করা প্রত্যেক ব্যক্তির জন্য তাঁর আধার নম্বর অবহিত করা বাধ্যতামূলক। এই জন্য আধার এবং প্যান লিংক বা সংযুক্ত করা যেতে পারে। ২০২৩ সালের ৩০ জুন বা আগামিকালের আগে তা করা প্রয়োজন। না-হলে, প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে।

Advertisment

আরও পড়ুন- বাজারে টমেটোর দাম আগুন, এখনই কমার সম্ভাবনা নেই, কিন্তু কেন?

কাদের প্যান-কে আধারের সঙ্গে লিংক বা সংযুক্ত করার প্রয়োজন নেই?
কিছু ব্যক্তি আছেন, যাঁদের জন্য এই সংযোগ বাধ্যতামূলক নয়। *১) ৮০ বছর বা তার বেশি বয়সি যে কোনও ব্যক্তি। *২) আয়কর আইন অনুযায়ী অনাবাসী। *৩) ভারতের নাগরিক নন, এমন কোনও ব্যক্তি।

pan card SEBI Aadhar Card