scorecardresearch

Explained: সংস্থার পরিচালক প্রতারক, কেন্দ্রের থেকে ২ কোটি টাকা অনুদান পেয়েছিল সংস্থাটি, কীভাবে?

গ্যারান্টি দ্বারা সীমিত কোম্পানি কী?

Sanjay Prakash Rai Sherpuria
সঞ্জয় প্রকাশ রায় শেরপুরিয়া

গত বছরের ডিসেম্বরে, কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত দ্রব্যের মন্ত্রক ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর মাধ্যমে যুব গ্রামীণ উদ্যোক্তা ফাউন্ডেশনকে (ওয়াইআরইএফ)-কে ২ কোটি টাকা ভর্তুকি অনুমোদন করেছে। এই সংস্থা ‘প্রতারক’ সঞ্জয় প্রকাশ রাই শেরপুরিয়ার দ্বারা পরিচালিত।

প্রতারণা অভিযোগে গ্রেফতার
শেরপুরিয়াকে চলতি সপ্তাহে গ্রেফতার করা হয়েছে জনগণকে প্রতারণা এবং সরকারে নিজের প্রভাব আছে বলে বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে অর্থ সংগ্রহের অভিযোগে। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগে দাবি করা হয়েছে যে শেরপুরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করতেন। আর, এই পোস্টগুলো ব্যবহার করে নানারকম সুযোগ-সুবিধা বিভিন্ন লোকের থেকে আদায় করতেন।

মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে সংস্থার কার্যালয়
কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রেকর্ড অনুযায়ী,ওয়াইআরইএফ ২০১৯ সালের ৩০ অক্টোবর, তৈরি হয়েছিল। যদিও এর বারাণসীতে একটি অফিস আছে। কিন্ত, এই সংস্থা মূলত গাজিপুর থেকে কাজ করে। যা শেরপুরিয়ারও শহর। গ্যারান্টি দ্বারা সীমিত কোম্পানি ওয়াইআরইএফ-এ শেরপুরিয়া কোনও পদে নেই। কিন্তু, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে ইউপি পুলিশ দাবি করেছে যে এই সংস্থা আসলে শেরপুরিয়া দ্বারাই পরিচালিত।

আরও পড়ুন- সিঙ্গাপুরে ‘মাদক পাচারকারী’র ফাঁসি, ক্ষোভে ফুঁসছে মানবাধিকার সংগঠনগুলো, কেন?

গ্যারান্টি দ্বারা সীমিত কোম্পানি কী?
গ্যারান্টি দ্বারা সীমিত কোম্পানি হল এমন একটি সংস্থা, যেখানে কোম্পানিটি দেউলিয়া হয়ে গেলে, যাঁরা এটি চালাচ্ছেন, তাদের শুধুমাত্র একটি অর্থ প্রদান করতে হবে। সেই পরিমাণ অর্থ, যেটা কোম্পানি তৈরির সময় তাঁরা দেবেন বলে গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছিলেন। কোম্পানি আইন, ২০১৩ বলে, ‘গ্যারান্টি দ্বারা সীমিত কোম্পানি বলতে বোঝায় যে কোম্পানির সদস্যদের দায় প্রস্তাবনা দ্বারা সীমিত থাকে। সেই দায় হল, কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে, তাঁরা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবেন। যে অর্থ পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি তাঁরা কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে দেবেন বলে জানিয়েছিলেন।’

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: What is a company limited by guarantee