তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রে মোদীর সফর নতুন কিছু নয়। তিনি এর আগেও বেশ কয়েকবার প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিন্তু, এবারের সফর অন্য কারণে গুরুত্বপূর্ণ। কারণ, ২২ জুন মোদীর সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের কাছে আসা সফররত বিশিষ্ট নেতাদের জন্য মার্কিন প্রশাসন মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের আয়োজন করে থাকে।
প্রথমত, রাষ্ট্রীয় সফর কী?
রাষ্ট্রীয় সফর হল মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি নেতাদের সফরের শীর্ষ শ্রেণি। এই শ্রেণিতে কোনও রাষ্ট্রের প্রধান মার্কিন রাষ্ট্রপতির আনুষ্ঠানিক আমন্ত্রণে সেদেশে যান। মোদীর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে শুধুমাত্র দুটি রাষ্ট্রের প্রধান, ফ্রান্সের ইমান্যুয়েল ম্যাক্রোঁ ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সেদেশে সফর করেছেন। রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ বলতে বোঝায় যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই অতিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু এবং মিত্র হিসেবে বিবেচনা করছে। রাষ্ট্রীয় নৈশভোজ এই রাষ্ট্রীয় সফরের গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রীয় সফরকে চিহ্নিত করে এমন অন্যান্য মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে হোয়াইট হাউসে আগমন অনুষ্ঠান। ব্লেয়ার হাউসে (পেনসিলভানিয়া অ্যাভিনিউজুড়ে মার্কিন প্রেসিডেন্টের গেস্টহাউস)-এ থাকার আমন্ত্রণ।
আরও পড়ুন- পদত্যাগের ইচ্ছাপ্রকাশ বিরোধী দলনেতার, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তীব্র চাঞ্চল্য!
রাষ্ট্রীয় নৈশভোজ কী?
রাষ্ট্রীয় নৈশভোজ মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়। এই নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট অতিথির সঙ্গে হোয়াইট হাউসের খাবার ভাগ করে নেন। যা একজন পরিদর্শক বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া সর্বোচ্চ প্রতীকী মূল্য। হোয়াইট হাউস হিস্ট্রি অ্যাসোসিয়েশন (ডব্লিউএইচএইচএ)-এর ওয়েবসাইট অনুযায়ী, 'একজন সফররত সরকারের প্রধান বা রাজাকে সম্মানিত করতেই রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করে থাকে হোয়াইট হাউস। সফররত রাষ্ট্রপ্রধানের জন্য আয়োজিত বিষয়ের মধ্যে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে মহিমান্বিত বিষয়। এই ভোজ রাষ্ট্রীয় সফরের অংশ। যেখানে সফররত রাষ্ট্রের প্রধান ও তাঁর স্ত্রীকে সম্মান জানানো হয়। এটি একটি সৌজন্য, শুভ ইচ্ছার প্রকাশ এবং আতিথেয়তা জানানোর উপায়। এই পদ্ধতি বন্ধুত্বকে আরও দৃঢ় করার জন্য বন্ধুর সঙ্গে রুটি ভাগ করে নেওয়ার ঐতিহ্যের মত ব্যাপার।'