এনডিটিভির মালিকানা দখলে মরিয়া আদানি, শুরু হয়েছে ওপেন অফার, তাতে লাভ?: what is adanis open offer to take control of NDTV and how does it work? | Indian Express Bangla

Explained: এনডিটিভির মালিকানা দখলে মরিয়া আদানি, শুরু হয়েছে ওপেন অফার, তাতে লাভ?

এনডিটিভির ওপর প্রণয় রায়দের অধিকার সম্পূর্ণ খর্ব করতেই গৌতম আদানির এই চাল।

Goutam Adani

গত ২৩ আগস্ট, গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ টেলিভিশন চ্যানেল এনডিটিভি লিমিটেডের ২৯.১৮ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করে। সঙ্গে জানায়, এটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র নির্দেশ মেনে একটি খোলা অফার চালু করবে। কোম্পানির আরও ২৬ শতাংশ শেয়ার তারা কিনতে চায়। সেই অনুযায়ী ২২ নভেম্বর আদানি গ্রুপ এনডিটিভিতে অতিরিক্ত ২৬ শতাংশ অংশীদারিত্ব অর্জনের জন্য তার খোলা অফার চালু করেছে। এই অফারটি ৫ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত খোলা থাকবে।

খোলা অফার কী?
সেবি (শেয়ার কেনাবেচার সর্বোচ্চ নিয়ামক সংস্থা)-র নিয়ম অনুসারে, কোনও সংস্থার শেয়ার কিনতে দরপত্র আহ্বান করতে হয়। এর প্রাথমিক উদ্দেশ্যে, সংস্থার কম শেয়ার যাদের রয়েছে, সেই শেয়ার হোল্ডারদের তাদের শেয়ার বিক্রির পথ সুগম করা। এনডিটিভির ক্ষেত্রে আদানি গ্রুপের ২৯.১৮ শতাংশ শেয়ার আছে। তাই তারা প্রধান শেয়ার হোল্ডার। এবার তারা কোম্পানির নিয়ন্ত্রণ কাঠামো পরিবর্তন করতে আরও ২৬ শতাংশ শেয়ার কিনতে চায়। সেই কারণেই তারা উপযুক্ত মূল্যে খোলা অফার দিয়েছে। যাতে সংস্থার সংখ্যালঘু শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার বিক্রি করে কোম্পানি থেকে সরে যেতে পারে।

আরও পড়ুন- অসম-মেঘালয় সীমান্তে গুলিতে ছয় জনের প্রাণহানি, কতটা প্রভাব পড়বে সীমান্তের শান্তিতে?

কখন খোলা অফার দেওয়া যায়?
যদি কারও কোনও সংস্থায় ২৫ শতাংশের বেশি শেয়ার থাকে, তবে সে ওপেন অফার দিতে পারে। ২০১১ সালের আগে নিয়ম ছিল, যদি কারও সংস্থায় ১৫ শতাংশের বেশি শেয়ার থাকে, তবেই সেই ব্যক্তি বা সংস্থা ওপেন অফার দিতে পারবে। আগস্টেই আদানি বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (ভিসিপিএল) অধিগ্রহণ করেছিল। যা প্রণয় রায়ের নেতৃত্বাধীন এনডিটিভির প্রতিষ্ঠাতাদের ৪০৩ কোটি টাকারও বেশি ধার দিয়েছিল। ভিপিসিএল ২০০৯-১০ সালে ওয়ারেন্টের বিনিময়ে এই পরিমাণ ধার দিয়েছিল। যা ওই সংস্থাকে এনডিটিভিতে ২৯.১৮ শতাংশ শেয়ার অংশীদারিত্ব অর্জনের অনুমতি দিয়েছে। এবার, সেই অংশীদারিত্বই চলে এসেছে আদানিদের হাতে। তার জেরেই তারা ওপেন অফারটি চালু করেছে।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: What is adanis open offer to take control of ndtv and how does it work

Next Story
Explained: অসম-মেঘালয় সীমান্তে গুলিতে ছয় জনের প্রাণহানি, কতটা প্রভাব পড়বে সীমান্তের শান্তিতে?