scorecardresearch

Explained: আমেরিকার আকাশে চিনের বেলুন! নজরদারি চালাচ্ছে জিনপিঙের দেশ? তুমুল শোরগোল

আগামী সপ্তাহেই মার্কিন বিদেশমন্ত্রীর চিন সফরের কথা।

Spy balloon

চিনের বিরুদ্ধে তার আকাশসীমায় গুপ্তচর বেলুন ওড়ানোর অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে চিন জানিয়েছে, এটা কোনও গুপ্তচর বেলুন না। আবহাওয়া গবেষণার জন্য ব্যবহার হচ্ছে। আর এটা বেসরকারি সংস্থার বেলুন। চিন যাই বলুক, এই বেলুন মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানার সংবেদনশীল এলাকার ওপর দিয়ে উড়তে দেখা গিয়েছে। আর, তার জেরে রাজনৈতিক তুলকালাম শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন আধিকারিকদের দাবি, এই সাদা বেলুনটি বিরাট আকারের। তিনটি বাস মিলিয়ে যতটা বড় হয়, এই বেলুনও ততটাই বড় আকারের। এর মধ্যে একটি বিমানও রয়েছে।

সবচেয়ে বড় কথা এই বেলুন আবার একটা নয়। প্রথম বেলুন দেখা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে, মার্কিন প্রতিরক্ষা কেন্দ্র পেন্টাগন জানিয়েছে, দ্বিতীয় একটি ‘নজরদারি’ বেলুনেরও খোঁজ মিলেছে। এটি লাতিন আমেরিকার আকাশে ভাসছে। আর, মার্কিন আধিকারিকরা দ্বিতীয় বেলুনের ওপরও নজর রাখছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বেলুনের সঠিক অবস্থান স্পষ্ট নয়। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে বলে মনে হয় না।

বেজিং অবশ্য ওয়াশিংটনের নজরদারি এবং আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। একইসঙ্গে, ‘চিনকে আক্রমণ ও বদনাম করার’ চেষ্টা বলে অভিযোগ করেছে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে চিন জানিয়েছে, ‘আবহাওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে চিনের মানববিহীন বিমান অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করেছে। চিন অভিযোগ খতিয়ে দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। এটি একটি অসামরিক বিমান। যা গবেষণায় ব্যবহৃত হচ্ছে। এর উদ্দেশ্য, আবহাওয়া সংক্রান্ত তথ্যের সন্ধান।’

আরও পড়ুন- আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড, কতটুকু জানেন এই সংস্থার ব্যাপারে?

একইসঙ্গে চিন তার বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটি তার গতিপথ থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। এর নিজস্ব চালিকা শক্তি রয়েছে। কিন্তু, সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে বাতাসের চাপের জেরে বিমানটি অন্য পথে চলে গিয়েছে। এটি সম্পূর্ণরূপে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি। তা ঘটনা পরম্পরা থেকেই অত্যন্ত স্পষ্ট।’ চিনের বেলুন নিয়ে এই টানাপোড়েনের পর চিন-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানির দিকে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। প্রশ্ন ওঠে, আগামী সপ্তাহে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চিন সফর কতটা যুক্তিযুক্ত? তবে, পরে জানা গিয়েছে যে সফর বাতিল হচ্ছে না। ব্লিঙ্কেন বিষয়টিকে হাতের বাইরে যেতে দিতে চান না। তিনি চিন সফরে যাচ্ছেন। আর, দুই দেশের বৈঠকেও বেলুনের বিষয়টি উঠছে না।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: What is age old military device spy balloon