Advertisment

Explained: সুদানে ভারতীয়দের রাস্তায় বেরোতে মানা, হঠাৎ কী ঘটল রাজধানী খার্তুমে?

এই নির্দেশ শনিবার জারি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sudan Situation

গৃহযুদ্ধরত সুদানের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজধানী খার্তুম শহরে ভারতীয়দের ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) এমনটাই নির্দেশ দিয়েছে খার্তুমের ভারতীয় দূতাবাস। কারণ, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে খার্তুম শহরের বিভিন্ন জায়গা থেকে গোলাগুলি এবং বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।

Advertisment

শনিবার থেকেই খার্তুমে এই লড়াই তীব্র আকার নিয়েছে। সেনাবাহিনী এবং সুদানের শক্তিশালী আধাসামরিক বাহিনী, র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে এই ভয়ানক লড়াইয়ে আতঙ্কিত খার্তুমের বাসিন্দারা। বিশৃঙ্খলায় ভরা সুদানে এই সংঘর্ষ আগামী সময়ে আরও বড় আকার নিতে চলেছে। এমনটাই আশঙ্কা বাসিন্দাদের। সংবাদসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের একটি দলের তরফ থেকে খবর পাওয়া গিয়েছে যে, সংঘর্ষে অন্তত তিন জন নিহত এবং কয়েক ডজন জওয়ান ও অসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। ফলে, যে কোনও সময় মৃতের সংখ্যা বাড়তে পারে।

শনিবার এই সংঘর্ষের মধ্যে আবার খার্তুম বিমানবন্দরেই সৌদি আরবের একটি বিমানে আগুন ধরে যায়। অবশ্য বড় কোনও অঘটনের আগেই বিমানের যাত্রী, সেবক এবং সেবিকা-সহ কর্মীদের বিমানবন্দর থেকে খার্তুমের সৌদি দূতাবাসে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সৌদি আরবের অপর বিমান সংস্থা সৌদিয়া এই ঘটনার পর জানিয়েছে যে তারা পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত সুদান থেকে বিমান আসা-যাওয়া স্থগিত রাখছে।

সুদানে গত কয়েক মাস ধরেই সামরিক এবং দ্রুত সহায়তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। উভয়পক্ষের এই সংঘর্ষ দীর্ঘদিন ধরেই গৃহযুদ্ধে লিপ্ত সুদানে উত্তেজনা বাড়িয়ে তুলেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের পথ কঠিন করেছে। এই পরিস্থিতিতে এখন কী হয়! তা নিয়ে চরম উদ্বেগে খার্তুম-সহ সুদানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা।

আরও পড়ুন- নতুন অর্থবর্ষ, কোন করব্যবস্থায় থাকবেন এবার সিদ্ধান্ত নিতেই হবে, তাহলে এগুলো জানুন

এর আগে ২০১৯ সালের এপ্রিলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে সুদানের সামরিক প্রধানরা দীর্ঘদিন সেই দেশের শাসনকর্তা স্বৈরাচারী ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে। এর পর সুদান গণতন্ত্রের দিকে হাঁটা শুরু করেছিল। ইসলামপন্থী বশির দীর্ঘদিন ইউরোপ এবং আমেরিকার থেকে দূরে থাকার রাস্তা নিয়েছিলেন। প্রায় তিন দশক তিনি সুদানের প্রেসিডেন্ট ছিলেন। তাকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৯ সালের আগস্টে এক চুক্তির অধীনে, সুদানের সামরিক বাহিনী নির্বাচনের আগে অসামরিক ব্যক্তিদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে রাজি হয়েছিল। তেমনভাবে সব চলছিল। কিন্তু, সেই ব্যবস্থা ২০২১ সালে এক অভ্যুত্থানের জেরে বন্ধ হয়ে যায়। যার ফলে, সুদানে নতুন করে গণতন্ত্রপন্থী সমাবেশ এবং প্রচারের সূত্রপাত হয়।

Encounter Death army
Advertisment