Advertisment

Explained: এপ্রিল থেকে হলমার্কের নম্বর ছাড়া সোনার গয়না বিক্রি নিষিদ্ধ, জেনে নিন বিস্তারিত

২২কে৯১৬ মানে, ২২ ক্যারট গোল্ড আর, গয়নায় ৯১.৬ শতাংশ সোনা আছে।

author-image
IE Bangla Web Desk
New Update
HUID

নানা কারণে বছরভর সোনার গয়নার বেচাকেনা চলে

আগামী ১ এপ্রিল থেকে, হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (এইচইউআইডি) নম্বর ছাড়া সোনার গয়না বিক্রির অনুমতি দেওয়া হবে না। শুক্রবার কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এমনটা জানিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ভোক্তা বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নিধি খারে বলেছেন, 'ভোক্তাদের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২৩ সালের ৩১ মার্চের পর এইচইউআইডি ছাড়া বা হলমার্কের নম্বর ছাড়া সোনার গয়না এবং সোনার শিল্পসামগ্রী বিক্রির অনুমতি দেওয়া হবে না।'

Advertisment

সচিবের বক্তব্য
খারে বলেন, 'আগে হলমার্কের বা এইচইউআইডির নম্বর চার অঙ্কের হত। এখনও এইচইউআইডি নম্বর ৪ এবং ৬, দু'রকম সংখ্যারই হয়। আমরা নির্দেশ দিয়েছি যে ৩১ মার্চের পরে শুধুমাত্র ৬-সংখ্যার আলফানিউমেরিক কোড অনুমোদিত হবে।' আসলে এইচইউআইডি সোনার গয়না এবং সোনার সামগ্রীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর, সেই কারণেই সরকার ভোক্তার স্বার্থে নতুন নিয়ম লাগু করল।

সোনার গহনায় এইচইউআইডি নম্বর কী?
ভোক্তা বিষয়ক বিভাগের ওয়েবসাইটে উল্লিখিত হিসাবে, এইচইউআইডি নম্বর হল একটি ছয় সংখ্যার আলফানিউমেরিক কোড। হলমার্কিংয়ের সময় এটি প্রতিটি সোনার গয়নাকে দেওয়া হয় এবং প্রতিটি সোনার আইটেমের জন্য এটি একটি অনন্য নম্বর। অ্যাসেইং অ্যান্ড হলমার্কিং সেন্টারে ম্যানুয়ালি এই নম্বর গয়নার ওপর ছাপিয়ে দেওয়া হয়। উপভোক্তা বিষয়ক মন্ত্রকের মতে, এইচইউআইডি গহনাগুলো পৃথকভাবে শনাক্ত করার কাজ সহজ করে তোলে। পাশাপাশি, এই নম্বর গুণমানের পরিচয় হিসেবেও কাজ করে।

আরও পড়ুন- লোকায়ুক্তের তদন্তে ফাঁস বিজেপি বিধায়ক ও বিধায়কপুত্রের দুর্নীতি, কোন আইনে গ্রেফতার?

হলমার্ক কী?
সরকারি ওয়েবসাইট অনুযায়ী, হলমার্ক হল সোনার গয়নার একটি চিহ্ন। যা এর সূক্ষ্মতা এবং বিশুদ্ধতা নিশ্চিত করে। এই চিহ্ন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) দ্বারা স্বীকৃত। তাই ক্রেতাদের উচিত কোনও সোনার গয়না কিনলে, প্রতারিত হওয়া এড়াতে হলমার্ক চেক করে নেওয়া।

হলমার্ক পরীক্ষা কীভাবে করতে হবে?
এতে বিআইএস লোগো থাকে। যা গয়নার বিশুদ্ধতা এবং সূক্ষ্মতা বোঝায়। আর, থাকে এইচইউআইডি নম্বর। কোনও সোনার গয়নাই ১০০ শতাংশ সোনা দিয়ে তৈরি হয় না। কারণ হলুদ ধাতু সোনা নিজে খুব নরম। তাই একে গয়নার আকার দেওয়ার জন্য অন্যান্য ধাতুর সঙ্গে মেশানো হয়। গয়না যত 'খাঁটি' হবে, অর্থাৎ এক টুকরো গয়নায় যত বেশি সোনা থাকবে, তার দাম ততই বেশি হবে।

Gold Modi Government gold market
Advertisment