Advertisment

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের যৌন নির্যাতনের অভিযোগ?

মার্কিন রাষ্ট্রপতির বিরুদ্ধে গত ৪০ বছরে দুই ডজনেরও বেশি যৌন নির্যাতনের অভিযোগ করেছে একাধিক মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দুই দশক আগে মার্কিন ওপেন টেনিস টুর্নামেন্ট চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন এক মহিলা। মার্কিন রাষ্ট্রপতির বিরুদ্ধে গত ৪০ বছরে দুই ডজনেরও বেশি যৌন নির্যাতনের অভিযোগ করেছে একাধিক মহিলা। প্রাক্তন মডেল অ্যামি ডরিস দ্য গার্ডিয়ানকে বলেছেন যে নিউইয়র্কের টেনিস টুর্নামেন্টে যখন তার বয়স ২৪ ছিল তখন ট্রাম্প তাকে জোর করে জড়িয়ে ধরে ভিআইপি বক্সে চুম্বন করেছিলেন। ডরিস অভিযোগ করেন যে ট্রাম্প তাকে এমনভাবে ধরেছিলেন যে তিনি হাতের মুঠো ছাড়িয়ে বেরিয়ে পালাতে পারেননি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট যিনি বর্তমানে নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত, তিনি এই অভিযোগগুলি অস্বীকার করেছেন।

Advertisment

এই অ্যামি ডরিস কে?

অ্যামি ডরিস একজন ৪৮ বছর বয়সি প্রাক্তন মডেল এবং অভিনেত্রী, যিনি এখন ফ্লোরিডায় স্বামী এবং দুই কন্যার সঙ্গে থাকেন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। ১৯৯৭ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে তিনি যখন রিয়েল এস্টেট টাইকুনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন তখন ডরিস বলেছিলেন যে তিনি মিয়ামিতে মডেল হিসাবে কাজ করছেন।

দ্য গার্ডিয়ানকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে ডরিস বলেন তিনি এর আগে ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আনার কথা বিবেচনা করেছিলেন। কারন সেই সময় বেশ কয়েকজন মহিলা রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তিনি এও বলেন, প্রথমে তিনি মুখ খুলতে ভয় পেয়েছিলেন নিজের পরিবারের সুরক্ষার কথা ভেবে।

কী জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প?

ডোনাল্ড ট্রাম্প অবশ্য ডরিসের অভিযোগকে স্পষ্টভাবে অস্বীকার করেছেন। এমনকী দাবি করেছেন যে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়েই এই কাজ করেছেন অভিযোগকারিনী। নিউইয়র্ক টাইমসকে ট্রাম্পের আইনজীবী উপদেষ্টা জেনা এলিস বলেন, “অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা। আমরা এই গল্প প্রচারের জন্য গার্ডিয়ানকে দায়ী করছি। আর এর জন্য প্রতিটি আইনী উপায় বিবেচনা করব। নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করার এটি আরও একটি করুণ চেষ্টা।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Donald Trump
Advertisment