ভারতে করোনা ভ্যাকসিন প্রয়োগে কারা অগ্রাধিকার পাবেন? কেন?

ধরা যাক দেশে করোনা ভ্যাকসিন আনা হল কিংবা তৈরি হল, কিন্তু কারা এই ভ্যাকসিন আগে পাবে? কেন আগে পাবেন? সেই বিষয়গুলি একবার দেখে নেওয়া যাক।

ধরা যাক দেশে করোনা ভ্যাকসিন আনা হল কিংবা তৈরি হল, কিন্তু কারা এই ভ্যাকসিন আগে পাবে? কেন আগে পাবেন? সেই বিষয়গুলি একবার দেখে নেওয়া যাক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা ভাইরাসে দেশে আক্রান্তের হার বাড়লেও, বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। এখন কেবল সংক্রমণ রুখতে যা প্রয়োজন তা হল ভ্যাকসিনের। এখনও পর্যন্ত যা খবর রাশিয়াই বিশ্বে প্রথম যারা কোভিড ভ্যাকসিন- স্পুটনিক ভি বিশ্ব বাজারে নিয়ে আসছে। এদিকে সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়ে দেন অস্ট্রেলিয়ার ২ কোটি ৫০ লক্ষ মানুষের জন্য তিনি বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবেন। তবে ভ্যাকসিন প্রয়োগ করতে সব দেশই উঠেপড়ে লেগেছে। রাশিয়ার ভ্যাকসিন উৎপাদকের সঙ্গে যেমন যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস, এমনটাই খবর। এখন প্রশ্ন হল দেশে তো না হয় ভ্যাকসিন আনা হল, কিন্তু কারা এই ভ্যাকসিন আগে পাবে? কেন আগে পাবেন? সেই বিষয়গুলি একবার দেখে নেওয়া যাক।

Advertisment

ভারত এবং অন্যান্য দেশেও করোনা ভ্যাকসিন আগে কাদের দেহে প্রয়োগ করা হবে সে বিষয়ে এখনও বিশদে কিছু জানান হয়নি। তবে মনে করা হচ্ছে যারা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তাঁরাই আগে পাবে এক ভ্যাকসিন। তবে এখনও কিন্তু সোজাসুজি কিছু জানান হয়নি এ বিষয়ে। কিন্তু আদতে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেক দেশেই এই দিকটি মাথায় রেখে বিশেষজ্ঞ দলও গঠন করে ফেলা হয়েছে। কারণ প্রথম পর্যায়ে যে ভ্যাকসিন আসবে সেটি সংখ্যায় কম। জনসাধারণের জন্য উপলব্ধ হবে না প্রাথমিকভাবে। তাই অগ্রাধিকার কারা পাবেন সেটা অবশ্যই ভেবে দেখা উচিত বলেই মত ওয়াকিবহাল মহলের।

হু-এর কি নির্দেশিকা রয়েছে?

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর তরফে একটি পরিকল্পনা দেওয়া হয়েছে ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে। সেখানে বলা হয়েছে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। এরপর ৬৫ বছরের উপরে যাঁদের বয়স তাঁদের। পরবর্তীতে যাঁদের কোমর্বিডিটি রয়েছে- যেমন কার্ডিওভাসকুলার , ক্যানসার, ডায়াবেটিস, ওবেসিটি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাঁরা অগ্রাধিকার পাবেন।

ভারতে কী পরিকল্পনা রয়েছে?

Advertisment

১৪০ কোটির দেশ ভারত। ইতিমধ্যেই জনসংখ্যার কথা, আক্রান্তের কথা মাথায় রেখে বিশেষজ্ঞদের একটি প্রস্তুত করে ফেলেছে কেন্দ্র। তাঁরাই ঠিক করবেন ভ্যাকসিন প্রয়োগে অগ্রাধিকার কারা পাবেন। যদিও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চের তরফে বলা হয়েছে আগে স্বাস্থ্যকর্মীদেরই এই ভ্যাকসিন দেওয়া হবে। একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবের গলায়। তিনি বলেন, "আমাদের বিজ্ঞানীরা নিরলস কাজ করে যাচ্ছেন। দেশে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। আমরা যদি সফল হই তাহলে কোভিড যোদ্ধাদেরই প্রথম ভ্যাকসিন প্রয়োগ করা হবে।"

অন্যান্য দেশেও স্বাস্থ্যকর্মী, দেশের প্রতিরক্ষা কর্মী, শিক্ষকদের ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাশিয়ার ভ্যাকসিন ছাড়া সব অক্সফোর্ড, মডার্ণা, ভারতের কোভ্যাকসিন সবকটিইর এখন ক্লিনিকাল ট্রায়াল পর্ব চলছে। সুস্থ হয়ে ওঠার পাশাপাশি যে হারে কোভিড আক্রান্ত হচ্ছে দেশে সেখানে ভ্যাকসিনের প্রতীক্ষাতেই প্রহর গুনছে সব দেশ।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19