Advertisment

Explained: কেন্দ্রীয় সচিব পদ থেকে সরিয়েছিলেন ইন্দিরা, কে এই সুব্রমনিয়ম?

পরবর্তী প্রজন্ম তাঁকে ছাপিয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
K Subrahmanyam

কে সুব্রমনিয়মকে অপসারণ করেছিলেন ইন্দিরা গান্ধী। সেই সময় কে সুব্রমনিয়ম ছিলেন কেন্দ্রীয় সচিব। আর ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী। আবার রাজীব গান্ধীর আমলেও কে সুব্রমনিয়মকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২১ ফেব্রুয়ারি সেই স্মৃতিচারণ করেছেন বর্তমান বিদেশমন্ত্রী কে জয়শংকর। কে সুব্রমনিয়ম তাঁর বাবা।

Advertisment

নিজেই বড় পরিচয়
কিন্তু, এতটুকু পরিচয় দিয়ে কে সুব্রমনিয়মকে জানা যাবে না। কারণ, কে সুব্রমনিয়ম শুধুমাত্র একজন আইএএস অফিসারই ছিলেন না। শুধু একজন বিদেশমন্ত্রীর বাবাই নন। তিনি ছিলেন দেশের অন্যতম খ্যাতিসম্পন্ন কৌশলগত চিন্তাবিদ। ভূ-রাজনীতির ক্ষেত্রে এক প্রভাবশালী ব্যক্তিত্ব। যিনি একাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের আস্থাভাজন হিসেবে কাজ করেছেন।

এস জয়শংকর কী বলেছেন?
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শংকর বলেছেন, 'আমি বিদেশ দফতরের সেরা অফিসার হতে চেয়েছিলাম। চেয়েছিলাম, শেষ পর্যন্ত বিদেশসচিব হতে। এটা আমাদের পরিবারেও ছিল। আমি এটাকে চাপ বলব না। কিন্তু, আমরা সবাই সচেতন ছিলাম যে আমার বাবা একজন আমলা ছিলেন। তিনি সচিব হয়েছিলেন। কিন্তু, তাঁকে সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি সেই সময়ে, সম্ভবত ১৯৭৯ সালে জনতা সরকারের সর্বকনিষ্ঠ সচিব ছিলেন।'

ভিতরের কথা
জয়শংকর আরও বলেন, '১৯৮০ সালে, তিনি প্রতিরক্ষা সচিব হন। ১৯৮০ সালে যখন ইন্দিরা গান্ধী পুনঃনির্বাচিত হন, তিনিই প্রথম সচিব, যাঁকে অপসারণ করা হয়েছিল। আর, তিনি ছিলেন প্রতিরক্ষা ক্ষেত্রে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। একথা সকলেই বলতেন। কিন্তু, আমার বাবা খুবই ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। হয়তো সেটাই সমস্যার কারণ হতে পারে। আমি ঠিক জানি না।'

আরও পড়ুন- বিজেপির দোসর তৃণমূল, ইতিহাস টেনে মমতার দলকে তুলোধনা রাহুলের

পরবর্তী প্রজন্ম সফল
জয়শংকর আরও বলেন, 'কিন্তু ঘটনা হল যে একজন ব্যক্তি হিসাবে তিনি আমলাতন্ত্রে নিজের কেরিয়ারকে স্থবির হতে দেখেছিলেন। এরপর তিনি আর সচিব হননি। রাজীব গান্ধী আমলে আবার তাঁর চেয়ে জুনিয়র কারও জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছিল। যিনি মন্ত্রিপরিষদ সচিব হয়েছিলেন। এটি এমন কিছু, যা তিনি অনুভব করেছিলেন। আমরা এসম্পর্কে খুব কমই কথা বলেছি। তাই আমার বড় ভাই যখন সচিব হয়েছিলেন, তখন তিনি খুবই গর্বিত হন।' জয়শংকরের ভাই আইএএস অফিসার এস বিজয় কুমার, ভারতের প্রাক্তন গ্রামোন্নয়ন সচিব। তাঁর আরেক ভাই আবার ইতিহাসবিদ সঞ্জয় সুব্রমনিয়ম।

S jaishankar Rajiv Gandhi Indira Gandhi
Advertisment