Advertisment

আজমগড়ে কেন এবার মুলায়মের বদলে অখিলেশ?

২০১৪ সালে মুলায়ম সিং বিজেপি প্রার্থী রামকান্ত যাদবকে মাত্র ৬৩ হাজার ভোটে হারিয়েছিলেন। বসপা সেবার প্রার্থী করেছিল মুসলিম প্রার্থী শাহ আলম ওরফে গুড্ডু জামালিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Akhilesh Yadav

অখিলেশ যাদব (ফাইল)

বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী ঘোষণা করেছেন, তিনি লোকসভা ভোটে লড়বেন না। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়েছেন, তিনি লড়বেন আজমগড় আসন থেকে। উল্লেখ্য, এই আসন থেকে ২০১৪ সালে ভোটে জিতেছিলেন তাঁর বাবা মুলায়ম সিং যাদব।

Advertisment

উত্তর প্রদেশের পূর্ব ভাগে যাদব ও মুসলিম ভোট যাতে সমাজবাদী পার্টি (সপা)-বহুজন সমাজ পার্টির (বসপা) পক্ষেই থাকে, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ। আজমগড়ের কাছে ছটির বেশি বিধানসভার আসনে, মুসলিম, যাদব, এবং যাদব নয় এমন ওবিসি সম্প্রদায়ের মানুষের যথেষ্ট প্রভাব রয়েছে। আসন ভাগাভাগির জেরে এখানে লড়ছে বসপা। এর মধ্যে রয়েছে গাজিপুর, জৌনপুর, সালেমপুর, ঘোসি, লালগঞ্জ, আম্বেদকরনগর, সন্ত কবির নগর, দেওরিয়া, মছলিশহর ইত্যাদি।

আরও পড়ুন, বঙ্গে চতুর্মুখী লড়াই: সুবিধে তৃণমূল-বিজেপির

এই ভোটারদের প্রভাব রয়েছে গোরখপুর, কুশীনগর, আজমগড়, বালিয়া এবং আরও বেশ কয়েকটি জায়গায়, যেখানে প্রার্থী দিয়েছে সপা। সপার এক নেতার কথায়, "২০১৪ সালের ভোটে সপা এই সম্প্রদায় ও জাতের ভোট পেয়ে হয় দুনম্বর নয়ত তিন নম্বরে দৌড় শেষ করে। আজমগড় থেকে সপা জিতেছিল তার কারণ সেখান থেকে প্রার্থী হয়েছিলেন মুলায়মের মত হেভিওয়েট। কিন্তু এই আসনগুলোর মধ্য়ে বেশ কয়েকটিতে মুসলিম ভোটের একাংশ ২০১৪ সালে বিজেপির পক্ষে যায়। এবারের জোটের বড় কারণ হল যাতে ভোট ভাগাভাগি আটাকানো যায়।"

আসন ভাগাভাগির হিসেব এরকম, বসপা ৩৮, সপা ৩৭ এবং আরএলডি ৩ (পশ্চিম উত্তর প্রদেশ)।

এদিকে স্থানীয় ইস্যুর কারণে যাদব ও দলিত ভোট একযোগে ভোটবাক্সে প্রতিফলিত না হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। সে কারণেই আজমগড় থেকে অখিলেশের প্রার্থী হওয়া, এবং ওই কেন্দ্রে সপা-বসপা নেতাদের যৌথ প্রচার যাদব ও দলিত ভোট একত্রিত করার সম্ভাবনা তৈরি করছে। আজমগড়ে প্রায় চার লক্ষ যাদব ভোট রয়েছে, মুসলিম ভোট ৩ লক্ষ এবং দলিত ভোট ২.৭৫ লক্ষ।

২০১৪ সালে মুলায়ম সিং বিজেপি প্রার্থী রামকান্ত যাদবকে মাত্র ৬৩ হাজার ভোটে হারিয়েছিলেন। বসপা সেবার প্রার্থী করেছিল মুসলিম প্রার্থী শাহ আলম ওরফে গুড্ডু জামালিকে। তিনি পেয়েছিলেন ২৬৬ লক্ষ ভোট। যাদব ভোটের একাংশ পেয়েছিলেন বিজেপি প্রার্থী এবং বসপা প্রার্থী পেয়েছিলেন মুসলিম ভোট।

সপার ওই নেতা বলছেন, "অখিলেশ যাদব এবার বসপার সমর্থনে লড়ায় মুসলিম ও যাদব বোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা কম। এর ফলে সপা এখান থেকে বিরাট ব্যবধানে জিতবে তো বটেই, একইসঙ্গে পার্শ্ববর্তী আসনগুলিতেও এর প্রভাব পড়বে।" অখিলেশ এর আগে কনৌজ থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরে ঠিক হয় ওই আসন থেকে লড়বেন অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব।

সপা-র আজমগড় জেলা সভাপতি হাওলাদার যাদবের কথায়, আজমগড় কখনওই সপার খুব শক্তিশালী ঘাঁটি নয়, তবে সপা-বসপা জোট এবার অখিলেশকে সাহায্য় করবে। সপার এক নেতা হিসেব দিলেন, মায়াবতী শেষ বার ভোটে দাঁড়িয়েছিলেন ২০০৪ সালে। সে বার আকবরপুর থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। অখিলেশ ভোটে দাঁড়িয়েছেন ২০০০, ২০০৪ এবং ২০০৯ সালে। প্রতিবারই জিতেছেন তিনি। ২০১২ সালে লোকসভা থেকে পদত্যাগ করেন অখিলেশ।

সপা-র ওই নেতা বলেন, অখিলেশ যদি আজমগড় থেকে জেতেন কিন্তু আবার ২০২২-এর উত্তর প্রদেশ বিধানসভা ভোট নিয়ে আগ্রহী হয়ে পড়েন, তাহলে সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিতে পারেন।

আজমগড় থেকে ২০০৯ সালে বিজেপির হয়ে জিতেছিলেন রামকান্ত যাদব। ২০০৪ সালেও ওই আসনে জয়লাভ করেন তিনি, তবে সেবার তিনি দাঁড়িয়েছিলেন বসপা-র টিকিটে। বসপা এখান থেকে ভোটে জিতেছিল ১৯৯৮ সালে। সপা জিতেছিল ১৯৯৬, ১৯৯৯ এবং ২০১৪ সালে।

Read the Story in English

Advertisment