scorecardresearch

Explained: আরও ৯ হাজার কর্মী ছাঁটাই হবেন! Amazon কি ভরাডুবির পথে?

জানুয়ারি মাসে Amazon ১৮ হাজার কর্মী বিশ্বজুড়ে ছাঁটাই করে।

Amazon, Amazon layoff, Jeff Bezos, Amazon layoff plan, Facebook, Meta, latest world news
বিশ্বের বহুল জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon.com Inc ফের গণছাঁটাইয়ের পথে হাঁটছে বলে খবর

ফের ৯ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে ই-কমার্স জায়ান্ট Amazon। সোমবারই এই কথা ঘোষণা করেছে বহুজাতিক সংস্থা। চলতি বছরে প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাই করবে সংস্থা। এর কারণ অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির ভরাডুবি। Meta, Amazon, Google-এর সংস্থাগুলি একের পর এক ছাঁটাই করে চলেছে। গত এক দশকে এই কর্মী ছাঁটাই বিরাট আকার ধারণ করেছে। সম্প্রতি সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধ হতে চলার কারণে এই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি লোকসানের মুখ দেখেছে।

এর প্রভাব পড়েছে ভারতেও। ভারতীয় স্টার্ট-আপগুলি সিলিকন ভ্যালি ব্যাঙ্কের বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেয

কেন Amazon কর্মীছাঁটাই করছে

সংস্থার সিইও অ্যান্ডি জেসি একটি বিবৃতিতে কর্মীদের জানিয়েছেন, সংস্থার দ্বিতীয় পর্যায়ের ছাঁটাই পর্ব চলছে। এই মাসেই তা শেষ হবে। আরও কর্মীছাঁটাই হবে। তবে স্ট্র্যাটেজিক ক্ষেত্রে কর্মীনিয়োগ চলবে।

জানুয়ারি মাসে Amazon ১৮ হাজার কর্মী বিশ্বজুড়ে ছাঁটাই করে। সেটাই বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ গণছাঁটাই। এবার ব্যবসায়ীর বিজ্ঞাপন, ক্লাউড কম্পিউটিং বিভাগে ছাঁটাই হবে। তিনি বলেছেন, অর্থনীতি টালমাটাল, এই অবস্থায় ভবিষ্যতে টিকে থাকার লড়াই কঠিন। তাই আমরা খরচ কমাতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছি।

চলতি মাসেই সংস্থা তাদের উত্তর ভার্জিনিয়ার সদর দফতরের নির্মাণকাজ বন্ধ করে দেয়। সেখানে জুনে ৮ হাজার কর্মী দিয়ে কাজ শুরু করার কথা ছিল।

আরও পড়ুন Explained: কয়েকশো ভারতীয় পড়ুয়াকে ফেরাচ্ছে কানাডা, কিন্তু কেন?

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে টালমাটাল

Meta ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। তার চার মাস আগেই তারা ১১ হাজার কর্মী ছেড়ে দিয়েছে। অর্থনীতি ধসে যাওয়ায় গণছাঁটাই চরম আকার ধারণ করেছে। গোটা আমেরিকা জুড়ে শুধু ছাঁটাই চলছে। ওয়াল স্ট্রিট ব্য়াঙ্ক থেকে গোল্ডম্যান সাশ, মর্গ্যান স্ট্যানলির মতো বড় ফিনান্স সংস্থাও রয়েছে এই তালিকায়।

চলতি মাসেই সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বিপর্যয় হয়েছে। এই ব্যাঙ্ক স্টার্ট-আপগুলিকে টাকা দিতে। কিন্তু ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ায় বড় সংস্থাগুলিও প্রভাবিত হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: Why amazon will lay off 9000 more employees