Advertisment

কেন ১৬ মে পালিত হয় আন্তর্জাতিক আলোক দিবস

কেন ১৬ মে? কারণ ১৯৬০ সালে এই দিনটিতেই প্রথমবার সফলভাবে লেজার-এর প্রয়োগ করেন ইঞ্জিনিয়ার থিওডোর মেইমান।

author-image
IE Bangla Web Desk
New Update
international day of light

প্রতীকী ছবি

প্রতিবছর আজকের দিনটি, অর্থাৎ ১৬ মে, রাষ্ট্রসংঘ পালন করে আন্তর্জাতিক আলোক দিবস (International Day of Light বা IDL) হিসেবে। এর মূল উদ্দেশ্য হলো আমাদের দৈনন্দিন জীবনে আলো-ভিত্তিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিশ্ব সচেতনতা গড়ে তোলা।  বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, সব ক্ষেত্রেই এই প্রযুক্তির অবদানের কথা সকলের সামনে তুলে ধরাই IDL-এর লক্ষ্য।

Advertisment

কেন ১৬ মে? কারণ ১৯৬০ সালে এই দিনটিতেই প্রথমবার সফলভাবে লেজার-এর প্রয়োগ করেন ইঞ্জিনিয়ার থিওডোর মেইমান। এই সম্পর্কে lightday.org ওয়েবসাইটে বলা হয়েছে, "কোনও বৈজ্ঞানিক আবিষ্কার কীভাবে সমাজে যুগান্তকারী হয়ে উঠতে পারে, তা সে যোগাযোগ ব্যবস্থাই হোক, বা স্বাস্থ্য পরিষেবা, বা অন্যান্য ক্ষেত্র, তার আদর্শ উদাহরণ হলো লেজার।"

ইউনেস্কো-র (UNESCO) ইন্টারন্যাশনাল বেসিক সায়েন্স প্রোগ্রাম (IBSP) দ্বারা পরিচালিত IDL-এর সচিবালয় অবস্থিত ইতালির ত্রিয়েস্ত শহরের আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার অফ থিওরেটিক্যাল ফিজিক্স-এ।

কেন পালিত হয় আন্তর্জাতিক আলোক দিবস?

আলোক বিজ্ঞান এবং তার সফল প্রয়োগ সম্পর্কে বিশ্ব সচেতনতা বাড়াতে ২০১৫ সালে রাষ্ট্রসংঘ উদযাপন করে 'ইন্টারন্যাশনাল ইয়ার অফ লাইট অ্যান্ড লাইট-বেসড টেকনোলজিস ২০১৫ (IYL 2015)। এই উদ্যোগের মাধ্যমে সংযুক্ত হন বিভিন্ন সিদ্ধান্ত নির্ধারক, শিল্পপতি, বিজ্ঞানী, শিল্পী, সমাজকল্যাণ সংস্থা, এনজিও, এবং জনসাধারণ।

এই উদ্যোগের সাফল্যকে ভিত হিসেবে ব্যবহার করে ইউনেস্কো-র এক্সিকিউটিভ বোর্ডের সামনে 'আন্তর্জাতিক আলোক দিবস' পালন করার একটি প্রস্তাব পেশ করে ঘানা, মেক্সিকো, এবং রাশিয়া। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো-র সদর দফতরে এই প্রস্তাব গৃহীত হয় ১৯ সেপ্টেম্বর, ২০১৬, এবং ৭ নভেম্বর, ২০১৭ এই সিদ্ধান্ত সমর্থন করে ইউনেস্কো-র সাধারণ সম্মেলন। যার ফলে প্রথম আন্তর্জাতিক আলোক দিবস উদযাপিত হয় ১৬ মে, ২০১৮।

IDL-এর উদ্দেশ্য কী?

আগেই উল্লিখিত ওয়েবসাইট lightday.org থেকে জানা যায়, IDL-এর মূল উদ্দেশ্য হলো:

* আলো এবং আলো-ভিত্তিক প্রযুক্তি কীভাবে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, এবং কেন তা মানবজাতির ভবিষ্যৎ উন্নয়নের পক্ষে আবশ্যক, সে সম্পর্কে সচেতনতা বাড়ানো

* আলো এবং শিল্প-সংস্কৃতির মধ্যে যে ঘনিষ্ঠ যোগ রয়েছে, তা বিস্তারিত বোঝানো, এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে আলোকিক বা অপটিক্যাল প্রযুক্তির ভূমিকা তুলে ধরা

* আলোক বিজ্ঞানে মৌলিক গবেষণার গুরুত্ব, এবং আলোক প্রযুক্তির আরও বেশি প্রয়োগ নিশ্চিত করতে বিনিয়োগের গুরুত্বের ওপর জোর দেওয়া, পাশাপাশি এই ক্ষেত্রে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং কেরিয়ার গড়ে তোলার বিশ্বব্যাপী আবশ্যিকতার কথা বলা

* উন্নয়নশীল বিশ্বে আলোক প্রযুক্তির গুরুত্ব, এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে আলো এবং শক্তি পরিকাঠামোর আবশ্যকীয় উপস্থিতি সম্পর্কে প্রচার

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment