/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Punjabi-Singer.jpg)
পঞ্জাবি গায়ক শুভনীত সিং ওরফে শুভ। (ছবি: X/@Shubhworldwide)
পঞ্জাবি গায়ক এবং র্যাপার শুভনীত সিং (শুভ নামে পরিচিত)-এর আসন্ন সফর বুধবার (২০ সেপ্টেম্বর) বাতিল করা হয়েছে। খালিস্তান এবং বিচ্ছিন্নতাবাদীদের প্রতি তাঁর সমর্থনের ঘটনা সংবাদ শিরোনামে আসার পরই এই গায়কের সফর বাতিল করা হয়েছে। এই খবর জানিয়ে টিকিটিং প্ল্যাটফর্ম BookMyShow, সোশ্যাল মিডিয়া X-এ এক বার্তায় লিখেছে, 'গায়ক শুভনীত সিংয়ের স্টিল রোলিন ট্যুর ফর ইন্ডিয়া বাতিল করা হয়েছে। সেই কারণে, BookMyShow শো-এর জন্য কেনা সমস্ত টিকিটের দাম গ্রাহকদের সম্পূর্ণ পরিমাণে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মূল লেনদেনের অর্থ গ্রাহকের উৎস অ্যাকাউন্টে ৭-১০ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে।'
শুভর অনুষ্ঠান
কানাডার গায়ক শুভর আগামী দুই মাসে বেঙ্গালুরু, দিল্লি এবং কলকাতা-সহ বেশ কয়েকটি শহরে পারফর্ম করার কথা ছিল। মুম্বইয়ের কর্ডেলিয়া ক্রুজগুলোয় চলতি সপ্তাহের শেষের দিকে নির্ধারিত একটি ক্রুজ উত্সবেও তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। তার জেরে শুভর বিরুদ্ধে মুম্বইয়ে ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম)-র নেতৃত্বে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের মধ্যে বিজেওয়াইএম-এর অন্যতম দাবি, গায়কের সফর এবং অনুষ্ঠান বাতিল করতে হবে। সংগঠনের তরফে এই ব্যাপারে এর আগে মুম্বই পুলিশকে চিঠিও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, 'ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালানো এবং সরকার বিরোধী পোস্ট করার জন্য' শুভর বিরুদ্ধে এফআইআর করতে হবে।
শুভকে নিয়ে বিতর্ক
বিওয়াইজেএম অভিযোগ করেছে যে ২০২৩ সালের ২৩ মার্চ, শুভ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি গল্প পোস্ট করেছিল। সেখানে, জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাব ছাড়া ভারতের একটি বিকৃত মানচিত্র ছিল। যার ক্যাপশন ছিল, 'পঞ্জাবের জন্য প্রার্থনা করুন।' মুম্বই পুলিশের কাছে বিওয়াইজেএম দ্বারা জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে যে গায়কের উদ্দেশ্য ছিল পঞ্জাব ভারতের অংশ নয় এবং 'খালিস্তানি এজেন্ডা' প্রচার করা। বিওয়াইজেএম সভাপতি তাজিন্দর সিং টিওয়ানা সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমরা গায়ক শুভকে ছত্রপতি শিবাজি মহারাজের শুভভূমি, মুম্বইয়ে পারফর্ম করতে দেব না। যথাযথ ব্যবস্থা না-নিলে আয়োজকদের আমাদের প্রতিবাদের মুখে পড়তে হবে। শুভ প্রকাশ্যে একজন খালিস্তানি সমর্থক এবং যদি তাঁকে এখানে একটি অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়, তাহলে সে তাঁর উদ্দেশ্যকে সফল করার জন্য মুম্বই এবং আমাদের দেশের অন্যান্য অংশের অনেক যুবককে প্রভাবিত করবে। সে প্রমাণ দিয়েছে যে সে একজন খালিস্তানিপন্থী এবং প্রকাশ্যে খালিস্তানের এজেন্ডাকে সমর্থন করে। আর, দেশের অন্য যুবকদেরও একই কাজ করতে এবং ভারত সরকারের বিরুদ্ধে এই ধরনের অযৌক্তিক, অবমাননাকর পোস্ট ছড়াতে এবং ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালাতে উৎসাহ দিয়েছে।'
my brother shubh, shared my art. it was a visual expression on a police man taking the plug out of panjab due to the ‘blackout in panjab’.
woke up being called khalistani’s, alongside anyone that shared it, and now it’s got to this.
you can’t make this stuff up.
sad reality. https://t.co/rkTy2nP75v— Inkquisitive 🎨 (@Inkquisitive) September 16, 2023
শুভর বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট
স্বঘোষিত শিখ প্রচারক এবং 'ওয়ারিস পঞ্জাব দে' সংগঠনের প্রধান অমৃতপাল সিং এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে পুলিশের ধরপাকড়ের মধ্যেই শুভ মার্চ মাসে ইনস্টাগ্রামে ভারতের একটি বিকৃত মানচিত্র শেয়ার করেন বলে অভিযোগ। পঞ্জাব সরকার রাজ্যজুড়ে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত করার পরে তিনি ছবিটি পোস্ট করেছিলেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর), চিত্রকর এবং গ্রাফিক শিল্পী আমনদীপ সিং (ছদ্মনাম 'ইনকুইজিটিভ') এই কথিত 'বিকৃত মানচিত্র'-এর স্রষ্টা। তিনি X বার্তায় বলেন যে, 'শুভ তাঁর শিল্পকর্ম শেয়ার করেছেন।' আমনদীপ অবশ্য ইনস্টাগ্রামে জানান, কোনও ধরণের পৃথক রাষ্ট্রীয় এজেন্ডাকে উসকে দেওয়ার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে ওই মানচিত্র তৈরি করেননি। তবুও ওই মানচিত্র থেকে কেউ আঘাত পেলে তিনি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।
— boAt (@RockWithboAt) September 19, 2023
বিতর্কের সমাপ্তি
শুভর 'স্টিল রোলিং ইন্ডিয়া ট্যুর' বাতিল করার আগে, মঙ্গলবার ইলেকট্রনিক্স ব্র্যান্ড বোট ঘোষণা করেছে যে তারা প্রথম এবং সর্বাগ্রে একটি সত্যিকারের ভারতীয় ব্র্যান্ড। আর, সেই কারণে এই সফরের স্পনসরশিপ প্রত্যাহার করেছে। একটি বিবৃতিতে বোট কোম্পানি বলেছে, 'সঙ্গীতপ্রেমী সম্প্রদায়ের প্রতি boAt প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রথম এবং সর্বাগ্রে এক আদ্যন্ত ভারতীয় ব্র্যান্ড। তাই, যখন আমরা শিল্পী শুভর মন্তব্য সম্পর্কে জানতে পারি, আমরা আমাদের সফরের স্পনসরশিপ প্রত্যাহার করেছি।' রিপোর্ট অনুযায়ী, বিতর্কের জেরে শুভকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন বেশ কিছু সেলিব্রিটি এবং ক্রিকেটার। এ বিষয়ে অবশ্য গায়ক-গীতিকার এখনও কোনও মন্তব্য করেননি। চলতি সপ্তাহের শুরুতে, তিনি একটি রহস্যময় গল্প পোস্ট করেছিলেন।
আরও পড়ুন- শাশুড়ি কর্মরতা হলে, পুত্রবধূর কাজে কি বাধা আসে? দেখুন, কী বলছে সমীক্ষা
শুভ কে?
পঞ্জাবের বাসিন্দা এবং এখন কানাডায় থাকেন। শুভ ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁর ব্রেকআউট ডেবিউ সিঙ্গেল 'উই রোলিন' বাজারে এনেছিলেন। তাঁর সংগীত দ্রুত ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বেশ কয়েকটি হিট গান তিনি প্রকাশ করেছেন। যার মধ্যে রয়েছে, 'নো লাভ', 'এলিভেটেড' এবং 'ব্যালার'। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষেরও বেশি।