Advertisment

Explained: কেন পাঞ্জাব-হরিয়ানার ডাক্তারি পড়ুয়ারা ইউক্রেনকেই পড়ার জন্য বেছে নিচ্ছে?

রাশিয়া ইউক্রেন সংকটের মধ্যে কয়েক হাজার ভারতীয় পড়ুয়া ইউক্রেনে আটকে রয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাশিয়া ইউক্রেন সংকটের মধ্যে কয়েক হাজার ভারতীয় পড়ুয়া ইউক্রেনে আটকে রয়েছে

রাশিয়া-ইউক্রেনের সংকটময় পরিস্থিতিতে প্রবল সমস্যার মুখে পড়েছেন ইউক্রেনে অসংখ্য ডাক্তারি পড়ুয়া। যাদের মধ্যে বেশিরভাগই ভারতের হরিয়ানা ও পাঞ্জাব থেকে সেখানে ডাক্তারি পড়তে গেছেন। ইউক্রেনের বিজ্ঞান এবং শিক্ষা বিষয়ক দফতর সূত্রে খবর সেদেশে ভারতের প্রায় ১৮ হাজার ৯৫ জন পড়ুয়া এই মুহূর্তে রয়েছেন।

Advertisment



পাঞ্জাবের জলন্ধরের এই চিকিৎসকের দুই সন্তান এমবিবিএস কোর্স করার জন্য গত বছরের নভেম্বরে ইউক্রেনে গিয়েছিল। ডাঃ অশ্বন্নি শর্মা জানিয়েছেন যে 'তার সন্তানদের মতো পাঞ্জাব সহ ভারতের হাজার হাজার শিক্ষার্থী ইউক্রেনে তাদের এমবিবিএস ডিগ্রি অর্জন করতে গেছে। তাদের মধ্যে অনেকেই এখনও সেদেশে আটকে রয়েছেন। আকাশপথ বন্ধ থাকার কারণে গত ২৬ শে ফেব্রুয়ারি তাদের এদেশে ফিরে আসার কথা থাকলেও তারা ফিরতে পারেনি'।



জলন্ধরের একজন শিক্ষাবিদ জানিয়েছেন কেন ইউক্রেনকে ডাক্তারি পড়ার জন্য বেছে নেন পড়ুয়ারা। তাঁর কথায়, ‘সেখানে ভারতের মত এত কঠিন প্রতিযোগিতা নেই। আর ঠিক সেই কারণেই ইউক্রেন ডক্তারি পড়ুয়াদের অন্যতম পছন্দের জায়গা’।

ডাঃ অশ্বন্নি শর্মা জানান, ‘আমার সন্তানরা বিদেশ থেকে ডিগ্রি অর্জন করতে চেয়েছিল তাই তারা ইউক্রেনকে বেছে নিয়েছিল। তিনি বলেন তারা এদেশেও ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিল’। ইউক্রেনে আটকে থাকা পাঞ্জাবের নাওয়ানশহর জেলার এক ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন যে ‘পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির কয়েকশ শিক্ষার্থী ইউক্রেনের বিভিন্ন কলেজে এমবিবিএস করছে’।

এমবিবিএস কোর্সের জন্য ইউক্রেনকে কেন পছন্দ করা হয়?



এপ্রসঙ্গে ডাক্তার শর্মা জানান, 'ইউক্রেনের এমবিবিএস ডিগ্রি ভারতীয় মেডিকেল কাউন্সিল, বিশ্ব স্বাস্থ্য কাউন্সিল, ইউরোপ, যুক্তরাজ্য ইত্যাদি সহ সর্বত্র স্বীকৃত। এছাড়াও এটি কম ব্যয়বহুল। অপর এক চিকিৎসক যার সন্তান সেদেশে ডাক্তারি পড়েছেন তিনি বলেন, ভারতে এমবিবিএস কোর্সের জন্য সাড়ে চার বছরে খরচ হয় ১০ থেকে ১২ লক্ষ টাকা। তবে বেসরকারি ক্ষেত্রে সেই খরচ প্রায় ৫০ লক্ষ টাকা। সেখানে ইউক্রেনে ডাক্তারি পড়ার খরচ বছরে মাত্র ২ লক্ষ টাকা'।

পাঞ্জাবের এক ডাক্তারি পড়ুয়ায় যিনি ইউক্রেনে আটকে রয়েছেন তিনি জানান, 'পাঞ্জাবের থেকে ইউক্রেনে ডাক্তারি পড়ার খরচ প্রায় তিন থেকে চারগুণ কম'। পাঞ্জাবের ফরিদকোটের বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের একজন সিনিয়র ডাক্তার বলেছেন, 'পাঞ্জাবে মাত্র চারটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে এবং বাকি প্রায় সবকটি বেসরকারি। সেখানে পড়ার খরচ আকাশছোঁয়া'। পাঞ্জাব সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ডাঃ কে কে তালওয়ার জানিয়েছেন 'পাঞ্জাব বা ভারতে পর্যাপ্ত সংখ্যক মেডিকেল আসন সংখ্যা থাকা সত্ত্বেও কেন পড়ুয়ারা ইউক্রেনকেই ডাক্তারি পড়ার জন্য বেছে নিচ্ছেন তা বলা খুব মুশকিল। আমি প্রার্থনা করি যেন সকল শিক্ষার্থী নিরাপদে বাড়িতে পৌঁছায়,'।

এমবিবিএস কোর্সে ইউক্রেনে ভর্তি হওয়া কি সহজ?



বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ফরিদকোটের ভাইস চ্যান্সেলর রাজ বাহাদুরের মতে, যেসব শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে না তারা তাদের এমবিবিএস কোর্স করতে ইউক্রেনে যেতে পছন্দ করেন। এখানে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) ক্লিয়ার করতে হবে এবং সেখানে একটি কঠোর প্রতিযোগিতা রয়েছে।

অন্যদিকে ইউক্রেনে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের শুধু NEET-এর যোগ্যতা অর্জন করতে হবে। সেখানে স্কোর খুব একটা জরুরী বিষয় নয়।একজন ছাত্র বলেছেন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে প্রতিবছর যত সংখ্যক ছাত্র ছাত্রী অংশ নেয় তা মোট আসন সংখ্যার তুলনায় কয়েকগুণ। সেই অনুপাতে ইউক্রেনে ডাক্তারি পড়ার সুযোগ অনেক সহজ। অন্য একজন ছাত্র বলেছিলেন যে ইউক্রেনে মেডিকেল কলেজগুলির ভাল পরিকাঠামো রয়েছে। সেই সঙ্গে সেখানকার কোর্স বিশ্বব্যাপী স্বীকৃত। তাই পড়ুয়াদের কাছে প্রিয় জায়গা ইউক্রেন’।

Ukraine Indian medical students
Advertisment