Advertisment

জোমাটোর উবের ইটস অধিগ্রহণের ফলে কী হ'ল?

তিন বছর হ'ল উবের ইটস ব্যবসা শুরু করেছিল ভারতে। তাদের যথেষ্ট উপস্থিতি ছিলি দেশের টায়ার টু শহরগুলিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
zomato uber eats deal

উবের এর জেরে জোমাটোর ৯.৯৯ শতাংশ অংশীদারি পাবে

মঙ্গলবার জোমাটো ভারতে ফুড ডেলিভারি ব্যবসায়ী উবের ইটসকে অধিগ্রহণ করার কথা ঘোষণা করেছে। উবের এর জেরে জোমাটোর ৯.৯৯ শতাংশ অংশীদারি পাবে। উবের ইটসকে অধিগ্রহণ করার পর জোমাটো সেই সামান্য কয়েকটি হাতে গোণা ভারতীয় স্টার্টআপের তালিকাভুক্ত হল, যারা বিদেশি প্রতিযোগীকে কিনে নিতে পেরেছে, তবে উবেরের পক্ষে স্থানীয় সংস্থার কাছে হার মানার ঘটনা নতুন নয়। উবের এর আগে চিন, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়ায় স্থানীয় প্রতিযোগীদের কাছে নিজেদের স্থানীয় অপারেশন বিক্রি করেছে।

Advertisment

জোমাটোর কাছে এই ডিল মানে ভারতে ফুড ডেলিভারি ব্যবসার মার্কেট শেয়ার আরও সংহত করা এবং সুইগির সঙ্গে লড়াইয়ে আরও পোক্ত হয়ে ওঠা। জোমাটোর প্রতিষ্ঠাতা ও সিইও দীপেন্দর গোয়েল এক বিবৃতিতে বলেছেন, "এই অধিগ্রহণ আমাদের এই বিভাগে আরও শক্তিশালী করে তুলবে।" তিন বছর হ'ল উবের ইটস ব্যবসা শুরু করেছিল ভারতে। তাদের যথেষ্ট উপস্থিতি ছিলি দেশের টায়ার টু শহরগুলিতে। এবার তারা এ ধরনের শহরে জোমাটোর হাত শক্ত করবে, বিশেষ করে এমন একটা পরিস্থিতিতে যখন সুইগি সারা দেশ জুড়ে আক্রমণাত্মক হয়ে উঠছে ব্যবসাক্ষেত্রে।

এই লেনদেনের সূত্রে জোমাটোর ৯.৯৯ শতাংশ অংশীদারি পাবে উবের আর উবের ইটসের উপভোক্তা, অংশীদার রেস্তোরাঁ ও রাইডারদের টেক ওভার করবে জোমাটো। জোমাটোর সাম্প্রতিকতম হিসেবে দেখা যাচ্ছে এ সংস্থার মূল্য ৩ বিলিয়ন ডলার, অর্থাৎ উবেরের স্টেক হল ৩০০ মিলিয়ন ডলার।

Advertisment