FIFA Football World Cup 2018, Brazil Vs Costa Rica: সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে ব্রাজিল। একাধিক সহজ সুযোগ নষ্ট না-করেল,বড় ব্যবধানেই জিততে পারতেন তিতের শিষ্য়রা। ১-১ ড্র হত না। ১৯৫০-এ প্রথম ও শেষবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-সুইজারল্যান্ড। সেবার ব্রাজিলেই বসেছিল বিশ্বকাপের আসর। ৬৮ বছর পর ফের বিশ্বকাপে মুখোমুখি হল এই দুই দল। ৫০-এ ম্যাচটা ২-২” ড্র হয়েছিল। এবারও ম্যাচ অমীমাংসিত থাকল। শুধু স্কোরলাইন বদলে হল ১-১।রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আজ ভাগ্যের চাকা ঘোরাতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল। প্রস্তুত নেইমার-মার্সেলোরা।
আরও পড়ুন: FIFA Football World Cup 2018, Brazil Vs Switzerland: ৬৮ বছর পরেও ম্যাচ অমীমাংসিত
দেখে নেওয়া যাক ব্রাজিল-কোস্তা রিকার ইতিহাস:
কোস্তা রিকার বিরুদ্ধে শেষ ১০ ম্যাচের মধ্যে ৯টি জিতেছে ব্রাজিল। শুধু ১৯৬০-এ একবার প্রীতি ম্যাচে হেরেছে ব্রাজিল।
এই নিয়ে বিশ্বকাপে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দল।
Status: afiando a pontaria para o segundo jogo da #SeleçãoBrasileira… ⚽️???? #GigantesPorNatureza #Copa2018
Fotos: Lucas Figueiredo/CBF pic.twitter.com/vQPjICLOmT
— CBF Futebol (@CBF_Futebol) June 21, 2018
সুইসদের বিরুদ্ধে দেশের জার্সিতে ১১ নম্বর গোল করেছিলেন কুটিনহো। এর মধ্যে পাঁচটিই বক্সের বাইরে থেকে এসেছে।
১৯৭৮-এর পর ফের ব্রাজিলের দুঃসময় শুরু হয়েছে। তারা বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচেই জয়ে পায়নি।
নেইমারকে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১০ বার ফাউল করা হয়েছিল। ১৯৯৮-এর পর বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া ফুটবলার হলেন তিনি।এর আগে তিউনিশিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের স্ট্রাইকার অ্যালান শিয়ারারকে ১১ বার ফাউল করা হয়েছিল।
দক্ষিণ আমেরিকার কোনও দলের বিরুদ্ধে কোস্তা রিকা একবারই জয় পেয়েছে। ২০১৪ বিশ্বকাপে তারা উরুগুয়েকে ৩-১ হারিয়েছিল।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Fifa News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: