FIFA Football World Cup 2018, England vs Tunisia : ১৯৯৮-এর পর ফের বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি ইংল্যান্ড-তিউনিসিয়া। সেবার মার্সেলিতে ইংল্যান্ড ২-০ জিতেছিল। প্রথম একাদশে ছিলেন গ্যারেথ সাউথগেট। আজ তাঁর কোচিংয়েই ভোলগোগ্রাদ এরিনাতে নামবে ইংল্যান্ড। প্রতিপক্ষ সেই তিউনিসিয়া। ১৯৬৬-র পর থ্রি লায়ন্স বিশ্বকাপের মুখ দেখেনি। কিন্তু সাউথগেটের কোচিংয়ে এবার হ্যারি কেনরা ভাল করবেন বলেই আশাবাদী ফুটবল মহল।
Put your sound on. The #ThreeLions need you to hear this.#MondayMotivation pic.twitter.com/5mlQz2bQPZ
— England (@England) June 18, 2018
ইংল্যান্ড:
ইংল্যান্ড কখনও বিশ্বকাপে আফ্রিকান দলের বিরুদ্ধে হারেনি (তিনবার জয়, তিনবার ড্র)
বিশ্বকাপে ১১ ম্যাচ গোলশূন্য ড্র করার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের।
ইউরোপিয়ান কোয়ালিফাইং রাউন্ডে ইংল্যান্ড তিন গোল হজম করেছে। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে স্পেনের সঙ্গে যুগ্মভাবে এটা সেরা রেকর্ড।
রাশিয়াতে ইংল্যান্ডই একমাত্র দল যাদের প্রতিটি সদস্য ঘরোয়া লিগে খেলে।
এই নিয়ে টানা ছ’বার বিশ্বকাপ খেলছে ইংল্যান্ড। এই আসরে এটাই তাদের দীর্ঘতম অংশ নেওয়ার নজির।
১৯৬৬-তে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ইংল্যান্ড মাত্র একবার কোয়ার্টার ফাইনালের গণ্ডী টপকেছে। ১৯৯০-তে তারা চতুর্ত স্থানে শেষ করে।
শেষ ন’টি বিশ্বকাপে তারা একের বেশি গোল করেনি।
আরও পড়ুন: FIFA Football World Cup 2018, Belgium vs Panama: মাঠে নামছে ডার্ক হর্স বেলজিয়াম
তিউনিসিয়া:
ফিফা র্যাঙ্কিংয়ে আফ্রিকান দেশগুলির মধ্যে সবার উপরে তিউনিসিয়া। ২১ নম্বরে তারা।
বিশ্বকাপের শেষ ১১টি ম্যাচে জয়ের মুখ দেখেনি তিউনিসিয়া। ১৯৭৮-এ শেষবার মেক্সিকোর বিরুদ্ধে ৩-১ জিতেছিল তারা। এটাই ছিল বিশ্বকাপে প্রথম কোনও আফ্রিকান দেশের জয়।
তিউনিসিয়া শেষ তিনটি বিশ্বকাপের গ্রুপ পর্যায় একটা ম্যাচ ড্র করেছে ও দু’টো ম্যাচ হেরেছে।