scorecardresearch

FIFA World Cup 2018, Belgium Vs England: বেলজিয়ামের সোনালী প্রজন্ম থামল ব্রোঞ্জে

FIFA World Cup 2018, Belgium Vs England: ইংল্যান্ডকে দু’গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে বেলজিয়াম সেরা জায়গায় শেষ করল। বেলজিয়ামের সোনালী প্রজন্ম ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছে।

FIFA World Cup 2018, Belgium Vs England: বেলজিয়ামের সোনালী প্রজন্ম থামল ব্রোঞ্জে

বেলজিয়াম ২ (মিউনিয়ার ৪’, অাজার ৮২’) | ইংল্যান্ড ০

বিশ্বকাপের স্বপ্নভঙ্গে শরিক দুই দেশ নামে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে। শনিবার সেন্ট পিটার্সবার্গে নেমেছিল বেলজিয়াম-ইংল্যান্ড।ফ্রান্সের কাছে হেরে রবার্তো মার্টিনেজের বেলজিয়ামের বিশ্বকাপ অধরাই থেকে যায়। অন্যদিকে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড আশা জাগিয়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়।

বিশ্বসেরা হওয়ার লড়াইয়ের মঞ্চে বুক চিতিয়ে মাঠ ছাড়ল বেলজিয়াম। এদিন থ্রি-লায়ন্সদের গর্জন থেমে গেল রেড ডেভিলসের আধিপত্যে। ইংল্যান্ডকে দু’গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে বেলজিয়াম সেরা জায়গায় শেষ করল। বেলজিয়ামের সোনালী প্রজন্ম ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছে।

এদিন বেলজিয়াম-ইংল্যান্ডের মরিয়া লড়াই ছিল দেখার মতো। কিন্তু ইংল্যান্ড সুযোগের সদ্ব্যবহার করতে পারল না। এদিন বিরতির আগেই বেলজিয়াম ১-০ এগিয়ে গিয়েছিল। নেসার চ্যাডলির লো-ক্রস থেকে ম্যাচের চার মিনিটেই গোল করে দেন থমাস মিউনিয়ার। এরপর নির্ধারিত সময়ের আট মিনিট আগে ইংল্যান্ডের কফিনে শেষ পেরকটি পুঁতে দেন ক্যাপ্টেন ইডেন অাজার। কেভিন দে ব্রুইনার পাস থেকে স্কোরলাইন ২-০ করেন তিনি।

রাশিয়া বিশ্বকাপ পৌঁছে গেল শেষ দরজায়। আর কয়েক ঘণ্টা পর মস্কোর লুঝনিকি স্টেডিয়াম পেয়ে যাবে ২১ তম বিশ্ব চ্যাম্পিয়নদের। ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচেই চোখ থাকবে আপামর ফুটবল বিশ্বের।

Stay updated with the latest news headlines and all the latest Fifa news download Indian Express Bengali App.

Web Title: Fifa world cup 2018 belgium vs england