Women/families finally entered to Azadi stadium after 37 years of ban, to watch #IRNESP on screen. pic.twitter.com/oSBXHMWI8h
— OpenStadiums (@openStadiums) June 20, 2018
তেহরান প্রভিন্সিয়াল কাউন্সিল ইরানিয়ান মহিলাদের মাঠে গিয়ে খেলা দেখার ছাড়পত্র দিয়েছে এদিনই। বাঁধন ভাঙা উচ্ছ্বাসেই মেতে উঠেছেন ওদেশের মেয়েরা। ইরানের আজাদি ও তাখতি স্টেডিয়ামে গিয়েই তাঁরা বড় পর্দায় ইরান-স্পেন ম্যাচ দেখেছেন।
All they are asking for is to be treated as EQUALS. Women are posting photos of themselves inside #Iran‘s Azadi Stadium, where females have been banned from matches for decades. Today they were allowed to watch a live screening of @TeamMelliIran‘s #WorldCup match. pic.twitter.com/ydHgGOTbxd
— IranHumanRights.org (@ICHRI) June 20, 2018
ورزشگاه آزادی، هماکنون! pic.twitter.com/02j1CiBPVq
— Team Melli IRAN (@TeamMelliIran) June 20, 2018
এর আগে ইরানের মেয়েদের প্রকাশ্যে কোনও স্পোর্টিং ইভেন্ট দেখার অনুমতি ছিল না। ১৯৮১-র ৫ অক্টোবর সেদেশের মেয়েরা শেষবার ফুটবল মাঠে গিয়ে খেলা দেখেছিলেন। ৩৭ বছর বাদে ফের তাঁরা মাঠে ঢুকতে পারলেন। স্বভাবতই তাঁদের শরীরি ভাষায় উচ্ছ্বাস ফুটে উঠছিল।
They are the ones who won tonight. Hopefully the first of many. https://t.co/ftnMwegZjz
— Sergio Ramos (@SergioRamos) June 20, 2018
তেহরানের লোকাল কাউন্সিল নিয়মে কিছু পরিবর্তন ঘটিয়েই তাঁদের দেশের মেয়েদের মাঠের ভিতরে ঢোকার সুবজ সঙ্কেত দিয়েছে। ইরানের মেয়েরা মাঠের ফ্যামিলি সেকশনে বসেই খেলা দেখতে পারবেন। এই ঘটনায় মুগ্ধ হয়েছেন স্বয়ং স্প্যানিশ ক্যাপ্টেন সের্জিও র্যামোস। টুইটারে তিনি লিখলেন, “ইরানের মেয়েরাই আজ জয়ী।”