বিশ্বকাপের হাত ধরে মিলে গেল ফ্রান্স-ইংল্যান্ড। দু’দেশেরই ব্যস্ততম সাবওয়ে স্টেশনের সাময়িক নাম বদল হল। বিশ্বকাপ জয়ী ফরাসি কোচ দিদিয়ের দেশঁ ও ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটকে সম্মান জানাতেই নেওয়া হল এই অভিনব উদ্যোগ।
আরও পড়ুন: ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে ক্রোয়েশিয়া
২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। হ্যারি কেনদের ভূয়সী প্রশংসা হয়েছে সর্বত্র। ব্রিটিশ মিডিয়া সাউথগেটের দলকে ‘হিরো’র আখ্যাই দিয়েছে। সেন্ট্রাল লন্ডনের সাউথগেট স্টেশনের নাম হয়েছে গ্যারেথ সাউথগেট স্টেশন। ৪৮ ঘণ্টার জন্য থাকবে এই নতুন নাম। সাবওয়ে স্টেশনের ভিতরে লেখা হয়েছে, ‘থ্যাঙ্কস গ্যারেথ ফর দ্য ইনক্রেডিবল জার্নি, সাউথগেট ইজ ইওরস’ (ধন্যবাদ গ্যারেথ এই অসাধারণ যাত্রার জন্য়। সাউথগেট তোমার।
অন্যদিকে ২০ বছর পর ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সেদেশেরও ছ’টি স্টেশনের নাম বদলে গিয়েছে। বিশ্বজয়ী কোচ দেশঁর নামে দু’টি ও ফরাসি অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিসের নামে একটি স্টেশনের নাম রাখা হয়েছে।