Advertisment

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু 'Kewpie’s-এর কর্ণধার রাখি পূর্ণিমা দাশগুপ্তের, শোকের ছায়া

মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৬।

author-image
IE Bangla Web Desk
New Update
obituary, Kewpie’s, Kolkata, Bengali Restaurants"

প্রয়াত কলকাতার 'আইকনিক' বাঙালি রেস্তোরাঁ Kewpie’s-এর কর্ণধার রাখি পূর্ণিমা দাশগুপ্ত

প্রয়াত কলকাতার 'আইকনিক' বাঙালি রেস্তোরাঁ Kewpie’s-এর কর্ণধার রাখি পূর্ণিমা দাশগুপ্ত। ২৪ ডিসেম্বর, রবিবার ভোরে ভোরে হৃদরোগে আক্রান্ত প্রয়াত হন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৬।

Advertisment

পরিবার সূত্রে জানা গিয়েছে “গতকাল রাতে বুকে ব্যথা অনুভব করার তাঁকে তড়িঘড়ি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন ফের দু'বার হার্ট অ্যাটাক হয়। এরপরই মৃত্যু হয় তাঁর।

Kewpie-এর জার্নিটা শুরু হয় ১৯৯৮ সালে। এলগিন লেনে শতাব্দী প্রাচীন বাড়ির গ্যারেজে। তারপর থেকে ভোজনপ্রিয় বাঙ্গালির কাছে এক পরিচিত নাম হয়ে ওঠে রেস্তোরাঁটি। আজ,শহরের অন্যতম আইকনিক বাঙালি রেস্তোরাঁর মধ্যে অন্যতম এটি। Kewpie’s- তার খাঁটি বাঙালি খাবারের জন্য বিখ্যাত।

kolkata news
Advertisment