scorecardresearch

এক চুমুকেই মজবে মন, জুড়োবে শরীর, ঘরেই চটপট বানান ভার্জিন মোহিতো, জানুন রেসিপি

প্রাণের তৃপ্তি, মনের আরাম।

virgin mohito recipe , এক চুমুকেই মজবে মন, জুড়োবে শরীর, ঘরেই চটপট বানান ভার্জিন মোহিত, জানুন রেসিপি
লা-জবাব ভার্জিন মোহিতো।

কেএফসি বা কোনও খাবারের দোকানে গিয়ে খাবারের পাশাপাশি ক্রাসাস বেছে নেওয়ার প্রবণতা নতুন প্রজন্মের। প্রথমেই সাধ্যের মধ্যে যেটি থাকে সেটি হল ভার্জিন মোহিতো। গরমে ভার্জিন মোজিতো খাওয়ার মজাই আলাদা। এবার ভার্জিন মোহিতো বানিয়ে ফেলুন বাড়িতে বসেই।

বাড়িতে লোক আসুক, কী নিজের একঘেঁয়েমি কাটাতে বা একলা সময় কাটানোর সময় হাতে নিয়ে নিন এক গ্লাস ভার্জিন মোহিতো। এক মিনিটেই বানিয়ে ফেলা যায় এই সরবত।

ভার্জিন মোহিতো কী কী লাগে বানাতে ?

১) ছোট টুকরো বরফ
২) পুদিনা পাতা
৩) বিট নুন
৪) পাতি লেবু
৭) সোডা বা স্প্রাইট

তৈরির পদ্ধতি

গ্লাসে প্রথম পুদিনা পাতা দিন, তারপর নুন, ও লেবু টুকরো টুকরো করে দিন। এরপর গ্লাসের ভেতরে চিপে লেবির রস বের করুন এবং পুদিনা পাতা থেতো করুন, তবে বেশি জোর দেওয়ার প্রয়োজন নেই। অল্প চাপেই সম্ভব হবে। বেশি চিপলে লেবুর খোসার তেতো ভাব বেরিয়ে পড়তে পারে। স্বাদ বুঝে লেবু দিন। এরপর মিন্ট গুঁড়ো দিতে পারেন এক চামচ। মিন্ট যদি না পান, পোলো লজেন্স গুড়ো করে জলে দিতে পারেন। তারপর বরফ গুলো দিয়ে, স্প্রাইট বা সোডা দিয়ে দিন। এবার একটু নাড়িয়ে দিন। সাজানোর জন্য একটা লেবু ফালি দিয়ে কেটে গ্লাসের ধারে রাখতে পারেন। এবার স্ট্র দিয়ে পরিবেশন করুন লা-জবাব ভার্জিন মোহিতো।

আরও পড়ুন- তপ্ত দিনে প্রাণ জুড়োতে আকুল? বাড়িতেই সহজে বানান ‘ঠান্ডা-ঠান্ডা cool-cool’ কুলফি

Stay updated with the latest news headlines and all the latest Foodandrecipe news download Indian Express Bengali App.

Web Title: Virgin mojito recipe