সামনেই গুজরাট নির্বাচন। তার আগেই রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় সমাজকর্মী মেধা পাটকরের অংশ নেওয়াকে কেন্দ্র করে সরগরম রাজনীতি। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শুক্রবার কংগ্রেস এবং দলের লোকসভা সাংসদ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’-তে সমাজকর্মী মেধা পাটকরের অংশ নেওয়াকে কেন্দ্র করে সমালোচনা করেন। তিনি এটাকে গুজরাট ও গুজরাটিদের বিরুদ্ধে অপমানজনক” ঘটনা বলেও মন্তব্য করেন।
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় মেধা পাটকরের উপস্থিতিতে আপত্তি জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। দুদিন আগেই মহারাষ্ট্রের ওয়াশিমে পৌঁছেছিল ভারত জোড়ো যাত্রা। যেখানে জনসভায় ভাষণ দেন রাহুল গান্ধী। এতে অংশ নেন সমাজকর্মী মেধা পাটকরও।
আরও পড়ুন: [ আগেও প্রেমিকের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয় হাসিখুশি শ্রদ্ধাকে, তদন্তে ফাঁস সেই নথিও ]
এর আপত্তি জানিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক ট্যুইট বার্তায় লেখেন, ‘কংগ্রেস এবং রাহুল গান্ধী বারবার গুজরাট এবং গুজরাটিদের অসম্মান করছেন। মেধা পাটকরকে তার ভারত জোড়ো যাত্রায় মুখ্য ভূমিকা দিয়ে রাহুল গান্ধী এটা প্রমাণ করেছেন, তিনি গুজরাটিদের অসম্মান করছেন’। গুজরাট এটা সহ্য করবে না। মেধা পাটকর গুজরাটের সর্দার সরোবর প্রকল্পটি আটকানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। যদিও প্রকল্পটি গুজরাটের গ্রামগুলির জন্য সফল প্রমাণিত হয়েছে।
এর আগে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধী বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনে অবাধ কারচুপি করা যেতে পারে। সোশ্যাল মিডিয়া চাইলে যে কোন দল নির্বাচনে জিততে পারে। কোন দলের নাম না করে তিনি আরও বলেন, সমাজে অসন্তোষ সৃষ্টির জন্য সাম্প্রদায়িক হিংসাকে নির্বাচনী প্রচারের কৌশলগত অস্ত্র হিসেবে কাজে লাগানো হচ্ছে’। রাহুল গান্ধী এখানে তার ‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালীন কর্মী মেধা পাটকর এবং জি জি পারিখের নেতৃত্বে সুশীল সমাজ সংগঠনের সদস্যদের সঙ্গে এক আলোচনার মাঝেই এই মন্তব্য করেছিলেন।