Advertisment

মেয়াদ উত্তীর্ণের মুখে ১.২৪ লক্ষ কোভিশিল্ড ডোজ, পিএমসির রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

টিকা মজুত, দেওয়ার লোক কোথায়?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেয়াদ উত্তীর্ণের মুখে ১.২৪ লক্ষ কোভিশিল্ড ডো

আগামী কয়েকদিনের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে ১.২৪ লাখ কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি রিপোর্টে উঠে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে পুরসভার অধীনস্থ ২২টি টিকাকেন্দ্রে এবং বেশ কয়েকটি হাসপাতালে ১.২৪ লক্ষ কোভিশিল্ড টিকা পড়ে রয়েছে এবং সেগুলি আগামী ৩৮ দিনের মধ্যেই মেয়াদোত্তীর্ণ হতে চলেছে।

Advertisment

মোট ১.২৪ লক্ষ কোভিশিল্ড ডোজের মধ্যে ১.০৯ লক্ষ ডোজ রয়েছে জুপিটার হাসপাতালে যার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৫ই মার্চ। এপ্রসঙ্গে জুপিটার হাসপাতালের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বলেছেন আমাদের মোট ১.৫০ লক্ষ ডোজ ছিল যার মধ্যে আমরা প্রায় ৫০ হাজার ডোজ ব্যবহার করতে পেরেছি গত কয়েকদিনে। এখনও আমাদের কাছে ১লক্ষ ৯হাজার ১০টি কোভিশিল্ডের ডোজ পরে রয়েছে যার মেয়াদ শেষ হবে আগামী ৫ই মার্চ। এত স্বল্প সময়ের মধ্যে এই টিকা ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছি’।

এদিকে, ওয়াদিয়া হাসপাতালে ১ হাজার ৩৩০টি কোভিশিল্ড টিকার ডোজ পড়ে রয়েছে এবং ভারতী হাসপাতালে পড়ে রয়েছে ৮৮৬টি ডোজ যেগুলির মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৮ শে ফেরুয়ারি। এছাড়াও, কয়েকটি কেন্দ্রে কোভিশিল্ডের বেশ কয়েকটি টিকা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। যার মেয়াদ আগামী তিনদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পিএমসির তরফে টিকার ডোজ গুলি নষ্ট না হয় তার জন্য প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। 

Covishield Vaccine pune
Advertisment