দেশে করোনা আক্রান্তের সংখ্য়া লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য় পরিষেবায় জোর দিল মোদী সরকার। প্রায় ১.৭ কোটি পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইক্য়ুইপমেন্ট ও ৪৯ হাজার ভেন্টিলেটরের বরাত দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানালেন স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল।
অন্য়দিকে, করোনা পরিস্থিতিতে দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে স্বাস্থ্য়মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এ দেশে ম্য়ালেরিয়ার প্রতিষেধকের কোনও ঘাটতি হবে না বলেই আশ্বাস দিয়েছে স্বাস্থ্য়মন্ত্রক।
আরও পড়ুন: Corona Lockdown Situation LIVE Updates: করোনায় ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্য়াকেজ ঘোষণা কেন্দ্রের
এদিকে, দেশে নতুন করে করোনায় আক্রান্তের হদিশ মিলেছে। স্বাস্থ্য়মন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্য়ু হয়েছে ১৭ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্য়া ৫৮৬৫। যাঁদের মধ্য়ে ৪৭৭ জন সুস্থ হয়েছেন। দেশে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১৬৯।
স্বাস্থ্য়মন্ত্রকের তরফে এদিন এও জানানো হয়েছে, রেলের ৩২৫০টি কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে বানানো হয়েছে। মোট ৫ হাজার কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে বানানো হবে। লভ আগরওয়াল জানান, ''ভারতীয় রেল ৬ লক্ষ পুনরায় ব্য়বহারযোগ্য় ৬ লক্ষ ফেস মাস্ক ও ৪ হাজার লিটার হ্য়ান্ড স্য়ানিটাইজার সরবরাহ করেছে''।
Read the full story here in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন