প্রথম ভ্য়াকসিন ১ কোটি স্বাস্থ্য়কর্মীকে, আজ মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর

ভ্য়াকসিন বণ্টন নিয়ে আজই মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভ্য়াকসিন বণ্টন নিয়ে আজই মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus vaccine

প্রতীকী ছবি।

করোনা বিনাশ করতে যে ভ্য়াকসিন আগে মিলবে, তার প্রথম ডোজ দেওয়া হবে স্বাস্থ্য়কর্মীদের। সরকারি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, প্রথমে ১ কোটি স্বাস্থ্য়কর্মীকে ভ্য়াকসিন দেওয়া হবে। করোনাকালে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালাচ্ছেন, এমন ১ কোটি স্বাস্থ্য়কর্মীকে চিহ্নিত করা হয়েছে। এদিকে, ভ্য়াকসিন বণ্টন নিয়ে আজই মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

এক সরকারি সূত্র জানিয়েছেন, ‘‘রাজ্য়গুলো থেকে আমরা ভাল সাড়া পেয়েছি। সব রাজ্য়ের সমস্ত সরকারি হাসপাতালের ৯২ শতাংশই তথ্য় সরবরাহ করেছে। বেসরকারি হাসপাতালের প্রায় ৫৬ শতাংশ তথ্য় প্রদান করেছে...’’।

আরও পড়ুন: ভ্যাকসিন নিয়ে রাজনীতি, টক্কর চলছে ওষুধ প্রস্তুতকারক সংস্থাদের মধ্যেও

Advertisment

মঙ্গলবার মুখ্য়মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের আগেই ভ্য়াকসিন বণ্টন নিয়ে তালিকা চূড়ান্ত করা হয়েছে। এদিনের বৈঠকে বিশদে বিবরণ তুলে ধরতে পারেন নীতি আয়োগের সদস্য় ডা. ভি কে পাল ও রাজেশ ভূষণ।

২০২১ সালের জুলাই মাসের মধ্য়ে ৪০০-৫০০ মিলিয়ন ডোজ ভ্য়াকসিন ২০-২৫ কোটি মানুষকে দেওয়ার ব্য়াপারে আশাবাদী কেন্দ্র সরকার।

উল্লেখ্য়, গত অক্টোবরে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী হর্ষবর্ধন স্বাস্থ্য়কর্মীদের ইঙ্গিত করে জানিয়েছিলেন, যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে লড়াই চালাচ্ছেন, তাঁদেরই প্রথম ভ্য়াকসিন দেওয়া হবে।

Read the full story inEnglish

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi coronavirus