Advertisment

উপত্যকায় ফের সাফল্য, মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে নিকেশ করল সেনাবাহিনী

ঘটনা প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের এক সিনিয়ার পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন...

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu and Kashmir encounter, Kashmir encounter, Shopian encounter, terrorist killed in Shopian, Shopian terrorist killed, The Resistance Front, TRF terrorist killed,",

উপত্যকায় ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী

উপত্যকায় ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ভোরে এনকাউন্টার অভিযানে খতম করা হল এক জঙ্গিকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেসিস্টেন্স ফ্রন্টের এক জঙ্গির মৃত্যু হয়। বাকিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।

Advertisment

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টারের ঘটনায় এক জঙ্গি নিহত । পাশাপাশি সংঘর্ষে এক বিএসএফ জওয়ান আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত জঙ্গি সন্ত্রাসবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর সঙ্গে যুক্ত ছিল।

ঘটনা প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের এক সিনিয়ার পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে ইনপুট পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর জওয়ানরা দক্ষিণ কাশ্মীর জেলার কাঠোহালান এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করে। বাহিনী মহড়া চালানোর সময় জঙ্গিরা তাদের ওপর গুলি চালায়। বাহিনী পাল্টা জবাব দেয়, মৃত্যু হয় এক জঙ্গির।

অপর একটি পৃথক ঘটনায়, বৃহস্পতিবার ভোরে সাম্বা জেলার রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর পাকিস্তানি রেঞ্জারদের বিনা উস্কানিতে গুলিবর্ষণে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য আহত হয়েছেন।

jammu and kashmir Encounter
Advertisment