মহারাষ্ট্রের ভান্ডারি জেলার সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বিধ্বংসী আগুনে পুড়ে কমপক্ষে ১০ সদ্যজাতের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টোর সময় হাসপাতালে আগুন লেগেছিল বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ কান্ডাতে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭ জন নবজাতক ছিল। তাদের মধ্যে ৭ জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সরকারি হাসপাতালে এমন ঘটনায় হতবাক সকলে। শনিবার রাতে এক নার্স হঠাতই ধোঁয়া বেরতে দেখেন। এর পরই তিনি কর্তৃপক্ষকে খবর দেন। পরে দমকল এলেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডে। ফলে মর্মান্তিক পরিণতি এড়ানো যায়নি। ১০ জন নবজাতকের মৃত্যু হয়েছে।
এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃক্ষের গাফিলতিকেই কাঠগড়ায় তুলছে রোগী ও তাদের পরিবার। গোটা ঘটনার তদন্তের দাবি করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন