ওড়িশায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাসের ধাক্কায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে জনের একই পরিবারের ৭ জন এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ওড়িশায় গঞ্জাম জেলায় গতকাল রাতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন ৬ জনের বেশি। নিহতদের মধ্যে একই পরিবারের দুই নাবালক সহ, চার মহিলা ও ৬ জন পুরুষ রয়েছে্ন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে এদিনের ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদীও। তিনি এক ট্যুইট বার্তায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করার পাশাপাশি প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেরহামপুরে একটি স্থানীয় মিনি বাস এবং একটি ওএসআরটিসি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একই পরিবারের সাতজন রয়েছেন।
ঘটনার পর এলাকায় শোরগোল পড়ে যায়। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বেরহামপুরের এমকেসিজি হাসপাতালে ভর্তি করা হয়। ওএসআরটিসি বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক। গঞ্জামের জেলাশাসক দিব্যা জ্যোতি পারিদা ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। নিহতদের মধ্যে একই পরিবারের দুই নাবালক, চার মহিলা ও ৬জন পুরুষ রয়েছেন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। ওড়িশা সরকার নিহতদের পরিবারকে ৩ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৩০,০০০ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে।