ভারতে করোনায় মৃত্যু আমেরিকা-ব্রাজিলের থেকে কম, তবে সংক্রমণ ছুঁল ১০ লক্ষ

গতকালই দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি জন। মোট সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ থেকে ১০ লক্ষে পৌঁছতে সময় লেগেছে মাত্র ২০ দিন।

গতকালই দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি জন। মোট সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ থেকে ১০ লক্ষে পৌঁছতে সময় লেগেছে মাত্র ২০ দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলায় করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে।

ভারতে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধির হার ক্রমশ ঊর্ধবমুখী। বৃহস্পতিবারই নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১০ লক্ষ পেরিয়ে গিয়েছে। মোট সংক্রমণের নিরিখে বিশ্বে ভারতের স্থান তৃতীয়। তালিকায় প্রথম ও দ্বিতীয়স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল এই দুই দেশে সংক্রমণে মৃত্যুর হারের চেয়ে ভারতে করোনায় মৃত্যুর হার বেশ খানিকটা কম।

Advertisment

গতকালই দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি জন। রাজ্য সরকারগুলো যে তথ্য প্রকাশ করেছে সেই অনুসারে ভারতে মোট সংক্রমিতের সংখ্যা ১০ লক্ষ ৪ হাজার পেরিয়েছে। তবে, বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক কোভিড-১৯ তথ্য পরিসংখ্যান প্রকাশের সময় পর্যন্ত বেশ কয়েকটি রাজ্য নতুন করে সংক্রমিতের সংখ্যা জানায়নি। সেই পরিসংখ্যান এ দিনের কেন্দ্রীয় বুলেটিনে প্রতিফলিত হবে।

সংখ্যা তত্বের হিসাবে দেখা যাচ্ছে ১৫ জুলাই এ দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১০ লক্ষ পার করেছে। ৫ লক্ষ থেকে ১০ লক্ষে পৌঁছতে সময় লেগেছে মাত্র ২০ দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকা ও ব্রাজিলে করোনায় কবলে পড়েছেন যথাক্রমে ৩.৪ ও ১.৯২ মিলিয়ান মানুষ। গোটা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ১৩.৩৭ মিলিয়ান ও কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষের।

Advertisment

দৈনিক সংক্রমণের হার ভারতের থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিজিলে বেশি। এ দেশে গত দু'দিন নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি। প্রত্যেক দিন গড়ে আমেরিকায় করোনা সংক্রমিত হচ্ছেন ৫০ হাজারের বেশি। ব্রাজিলে এই সংখ্যা ৪০ হাজার।

কিন্তু গুরুত্বপূর্ণ হল যে, মৃত্যুর পরিসংখ্যানের নিরিখে আমেরিকা ও ব্রাজিলের চেয়ে ভারত বেশ খানিকটা পিছনে রয়েছে। হু-র তথ্য অনুসারে গত ৩০ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। সেই সময়ই ওই দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৫৭, ৭০০-র বেশি মানুষের। গত ১লা জুন ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ১০ লাখ পেরিয়েছে। ওই সময়কালে দক্ষিণ আমেরিকার এই দেশে কোভিডে মৃত্যু হয় ৫০ হাজারের বেশি মানুষের। বর্তমানে ভারতে সংক্রমিত ১০ লাখের বেশি হলেও মৃত্যু হয়েছে ২৫ হাজারের কিছু বেশি।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona virus corona