Advertisment

ছত্তিসগড়ে সংঘর্ষে নিহত ১০ মাওবাদী

অবুঝমাঢ়ে ইন্দ্রাবতী নদীর তীরে বেলা ১১টা নাগাদ এই সংঘর্ষের ঘটনা ঘটে। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, অন্তত ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তল্লাশি এখনও চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
maoists-forest

প্রতীকী ছবি

ছত্তিসগড়ে বিজাপুর জেলায় সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১০ জন মাওবাদী। বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, অন্তত ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তল্লাশি এখনও চলছে।

Advertisment

অবুঝমাঢ়ে ইন্দ্রাবতী নদীর তীরে বেলা ১১টা নাগাদ এই সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সন্ধেয় ছত্তিসগড়ের সুকনা জেলার গোড়েলগুড়া গ্রামে সিআরপিএফ এবং মাওবাদীদের গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মারা যান এক মহিলা। আহত হন আরও একজন।



তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভুয়ো সংঘর্ষের শিকার হয়েছেন ওই দুই মহিলা। পুলিশও স্বীকার করেছে যে পোডিয়াম সুক্কা এবং কালমি দেওয়ে নামের ওই দুই মহিলা মাওবাদীদের সঙ্গে যুক্ত নন। ক্রসফায়ারের মধ্যে পড়ে মারা গিয়েছিলেন তিনি। আঘাতের জেরে ডোরনাপালে সিআরপিএফ ফিল্ড হাসপাতালে মারা যান সুক্কা। দেওয়ের থাইয়ে গুলির আঘাত লেগেছে।

Maoist
Advertisment