Advertisment

হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, মহারাষ্ট্রে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১১

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।

author-image
IE Bangla Web Desk
New Update
Fire occurred at kolkata Kolutola street godown, rescue operation is undergoing

প্রতীকী ছবি

মহারাষ্ট্রের আহমেদনগরে জেলা হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে নিহত ১১ জন কোভিড আক্রান্ত রোগী। গুরুতর জখম বেশ কয়েকজন।

Advertisment

অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন জেলা কালেক্টর রাজেন্দ্র ভোসলে। তিনি বলেছেন, 'হাসপাতালের আইসিইউতে ১৭ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে আগুনে ঝলসে হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।'

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।

সবিস্তারে আসছে…স্থানীয়দের দাবি, আহমেদনগর জেলা হাসপাতালে সঠিক অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। তবে, অভিযোগ মানতে নারাজ জেলা কালেক্টর রাজেন্দ্র ভোসলে। তিনি জানিয়েছেন, হাসপাতালটিতে সম্পূর্ণ ফায়ার অডিট হয়েছিল।

আহমেদনগরের এনসিপি বিধায়ক সংগ্রাম জগতাপ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। নিহতদের পরিবারগুলিকে আর্থিক সহায়তার দাবি তোলা হয়েছে। বিধায়ক সংগ্রাম জগতাপের কথায়, 'জেলা কমিটির বদলে হাসপাতালে কীভাবে আগুন লাগলো তার তদন্ত করুক রাজ্য সরকারের কমিটির।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

fire Maharashtra
Advertisment