Advertisment

সংরক্ষণ বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

আবেদনের বক্তব্য, সংরক্ষণ কেবলমাত্র আর্থিক কারণে হতে পারে না এবং ৫০ শতাংশ সংরক্ষণের উর্ধ্বসীমা ভঙ্গ করা যেতে পারে না।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court

সংরক্ষণ বিলকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

Advertisment

স্বেচ্ছাসেবী সংস্থা ইউথ ফর ইকোয়ালিটি এবং কৌশল কান্ত মিশ্র তাঁদের আবেদনে বলেছেন, আর্থিক দুর্বলতা সংরক্ষণের একমাত্র ভিত্তি হতে পারে না। বলা হয়েছে, এই বিলে সংবিধানের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে। আবেদনের বক্তব্য, সংরক্ষণ কেবলমাত্র আর্থিক কারণে হতে পারে না এবং ৫০ শতাংশ সংরক্ষণের উর্ধ্বসীমা ভঙ্গ করা যেতে পারে না।

আরও পড়ুন, মোদী সরকারের প্রস্তাবিত ১০% সংরক্ষণ কে পাবে? কেন পাবে? কীভাবে সম্ভব?

সংসদে এই বিল পাশ হওয়ার একদিন পরেই এই মামলা দায়ের হয়েছে। এই বিল পাশ হওয়ায় সংবিধানে সংরক্ষণ সম্পর্কিত আইন নিয়ে নতুন একটি অধ্যায় লিখতে হবে। মণ্ডল কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার তিন দশক পর এই নয়া অধ্যায়।

বুধবার রাতে, লোকসভায় এই বিল পাশ হওয়ার একদিন পরে রাজ্যসভাতেও ছাড়পত্র পায় এই সংবিধান সংশোধনী বিল। তবে তার আগে এ বিল নিয়ে ৯ ঘণ্টার ম্যারাথন বিতর্ক হয়। এই বিল পেশের সময় নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তাঁদের অভিযোগ ভোটের বাধ্যবাধকতা থেকে তাড়াহুড়ো করে এই বিল পাশ করানো হচ্ছে।

এ বিলকে আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ ক্রিকেটের স্লগ ওভারে মারা ছক্কার সঙ্গে তুলনা করেন এবং বলেন আরও ছক্কা বাকি রয়েছে।

Read the Full Story in English

supreme court Quota Bill
Advertisment