ধানবাদে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মারা গেলেন ১৪ জন। মৃতদের মধ্যে রয়েছেন ১০ মহিলা। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি মৃতদের আত্মীয়দের ২ লক্ষ টাকা, এবং অগ্নিকাণ্ডে আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
দিন চারেক আগেই ধানবাদে আগুনে ঝলসে পুড়ে মারা গিয়েছিলেন চিকিৎসক দম্পতি সহ ৬ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল ধানবাদ। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ১৬০ কিলোমিটার দূরে জোড়াফটক এলাকার ওই আবাসনে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ আগুন লাগে।
আশীর্বাদ টাওয়ার নামের এক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যে ১০ জনই মহিলা। চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা। বহুতলে আটকে রয়েছেন অনেকেই। যদিও দমকলের তরফে এখনও আগুণ লাগার প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। এক ডজন অ্যাম্বুলেন্স এবং পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান এসএসপি সঞ্জীব কুমার। বর্তমানে আগুন লাগার জানা যায়নি।
শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী
অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রী মোদি টুইট করে লিখেছেন, ‘ধানবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি দুঃখিত। এই ঘটনায় নিহতের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।