Advertisment

ইতিহাস গড়ে বিরাট সাফল্য, কর্নেল পদে 'পদোন্নতি' ১০৮ মহিলা সেনা সদস্য'র

সর্বশেষ প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত প্রায় ৮০ জন মহিলা ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদের জন্য নির্বাচিত হয়েছেন

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের বিরাট দাপট। পুরুষদের সঙ্গে প্রতিযোগিতার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় সেনার মহিলা বাহিনী। স্বাধীনতার ৭৫ বছর পর প্রথমবারের মতো ১০৮ জন মহিলা ভারতীয় সেনাবাহিনীতে কর্নেল পদের জন্য নির্বাচিত করার জন্য গঠিত হয়েছে একটি সেনা বোর্ড। ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে , এই প্রথম পুরো সেনা ইউনিটের কমান্ডিংয়ের দায়িত্ব পেতে চলেছেন ভারতীয় সেনার মহিলা সদস্যরা। সেনা কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে ।

Advertisment

সর্বশেষ প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৮০ জন মহিলা ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদের জন্য নির্বাচিত হয়েছেন। সেনাবাহিনীতে মহিলাদের পদোন্নতির এই প্রক্রিয়াটি ৯ জানুয়ারী ২০২৩ থেকে শুরু হয়েছিল, যা ২২ জানুয়ারী ২০২৩-এ শেষ হবে। তাদের পোস্টিং ২০২৩ সালের জানুয়ারির শেষের দিকে করা হবে বলেই সেনা সূত্রে জানানো হয়েছে।

সেনা আধিকারিকরা বলেছেন, 'সেনাবাহিনীর বিভিন্ন শাখায় কর্নেল পদের জন্য মোট ১০৮টি শূন্যপদ ছিল (যেমন ইঞ্জিনিয়ার, সিগন্যাল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর্মি এয়ার ডিফেন্স, আর্মি অর্ডন্যান্স কর্পস, ইন্টেলিজেন্স কর্পস, আর্মি সার্ভিস কর্পস)। এর জন্য ২৪৪ জন মহিলা সেনাআধিকারিককের মধ্যে থেকে যোগ্যতার বিচারে 'কর্নেল পদে' সেনাবাহিনীর মহিলা সদস্যদের বেছে নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, 'কর্পস অফ ইঞ্জিনিয়ার্স বিভাগে সর্বাধিক ২৮টি শূন্যপদের, জন্য ৬৫ জন মহিলাকে বিবেচনা করা হয়েছে। এর পরে রয়েছে আর্মি অর্ডন্যান্স কর্পস এবং ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যার প্রতিটিতে ১৯ এবং ২১টি শূন্যপদ রয়েছে এবং তাদের প্রত্যেকটিতে ৪৭ জন মহিলা অফিসারকে কর্নেল পদের জন্য বিবেচনা করা হয়েছে। মহিলা অফিসারদের ভবিষ্যতে উচ্চ পদে পদোন্নতির জন্যও বিবেচনা করা হবে। ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের ক্ষমতায়ন আরও বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ এমনটাই জানানো হয়েছে সেনা সূত্রে।

যাদের কর্নেল পদে নিয়োগ হয়েছে তাঁরা ১৯৯২ থেকে ২০০৫ ব্যাচের। সেনা আধিকারিকরা জানিয়েছেন, 'প্রথম তালিকায় যার মধ্যে ৩০ জন মহিলা আধিকারিক রয়েছে সেখানে কর্পস অফ ইঞ্জিনিয়ার্স, সিগন্যাল, অর্ডিন্যান্স, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিইয়ারিং বিভাগের ক্ষেত্রে মহিলাদের কর্নেল পদে নির্বাচন করা হবে। কিছুদিনের মধ্যে আরও বেশ কিছু নামের তালিকা সামনে আনা হবে'।

Indian army
Advertisment