রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা। ভরতপুরে পিছন থেকে যাত্রীবোঝাই বাসকে ধাক্কা ট্রাকের। মৃত্যু ১১ জনের। বহু মানুষ দুর্ঘটনায় আহত হয়েছেন।
বুধবার সকালে রাজস্থানের ভরতপুর জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। গুজরাট থেকে উত্তরপ্রদেশগামী এক যাত্রীবোঝাই বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এর ফলেই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার সময় বাসটি রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। একই সঙ্গে আহত হয়েছে বহু মানুষ।
ভরতপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের। একইসঙ্গে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। ঘটনার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলেই জানা গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়। নিহতদের মধ্যে ৬ জন মহিলা। পাঁচজন পুরুষ রয়েছে।
নিহতরা সবাই ভাবনগরের (গুজরাট) বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বাসটি ভাবনগর থেকে মথুরার দিকে যাচ্ছিল। সকলের মৃতদেহ ভরতপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাসটিতে মোট ৫৫-৫৭ জন যাত্রী ছিলেন।