Advertisment

FIFA World Cup 2018: ব্রাজিলের হাত ধরে মাঠে ভারতীয় কন্যা

FIFA World Cup 2018: FIFA-র তরফ থেকে কন্টেস্টের আয়োজন করা হয়। সেই কন্টেস্ট জিতে রাশিয়ায় পাড়ি দেওয়ার সুযোগ হাতিয়ে নিয়েছিল খুদে।

author-image
IE Bangla Web Desk
New Update
nathania john

বয়স ১১, নাম নাথানিয়া জল।ফুটবল বিশ্বকাপে প্রথম ভারতীয় বল গার্ল।

বয়স ১১, নাম নাথানিয়া জন। ভারতীয় এই খুদে কন্যা কাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ মাঠে নামল ব্রাজিল দলের হাত ধরে। বিপরীতে কোস্টা রিকা।

Advertisment

এই প্রথম বিশ্বকাপের রণক্ষেত্রে OBMC ভুমিকায় দেখা গেল ভারতীয়কে। অন্ধ্র প্রদেশে চিতোরের রিশি ভ্যালি স্কুলের ক্লাস সিক্সের ছাত্রী নাথানিয়া নিজেই একজন ফুটবলার। FIFA-র তরফ থেকে কন্টেস্টের আয়োজন করা হয়। সেই কন্টেস্ট জিতে রাশিয়ায় পাড়ি দেওয়ার সুযোগ হাতিয়ে নিয়েছিল খুদে। শুধু রাশিয়াই নয়, একেবারে খেলার মাঠে ব্রাজিলের হাত ধরে নেমেছে নাথানিয়া।

নাথানিয়া জানিয়েছে, সে ঘোরের মধ্যে রয়েছে। "এখনও বিশ্বাস করতে পারছি না একজন ভারতীয় হয়ে বিশ্বকাপের মাঠে ছিলাম আমি।"

কনটেস্টে তাকে ড্রিবলিং, জাগলিং, পেনাল্টি, শুটিং দেখাতে বলা হয়। সেদিন সবকটি স্কিল সে নিখুত পারদর্শীতার সঙ্গে দেখাতে পেরেছিল। স্কুলের টিমের হয়ে সেন্টার ফরওয়ার্ডে খেলেছিল নাথানিয়া। তবে এত কিছুর পরও সে যে সম্পূর্ণ খুশি এমনটা নয়। কারণ মেসির ফ্যান এই খুদে খেলোয়াড়। এবং এই বিশ্বকাপে আর্জেন্টিনার যা বেহাল অবস্থা, তাতে নাথানিয়ার আইডল খুব বেশিদূর নাও যেতে পারেন।

brazil 2018 FIFA World Cup
Advertisment