Advertisment

ঘন কুয়াশার চাদরে মুড়ে রাজধানী দিল্লি, দেরিতে শতাধিক বিমান, ব্যাহত ট্রেন চলাচল

শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi fog, Delhi dense fog, Delhi weather updates, imd weather updates, Delhi ncr weather, low visibility, imd fog alert

ঘন কুয়াশার চাদরে মুড়ে রাজধানী দিল্লি, দেরিতে শতাধিক বিমান, ব্যাহত ট্রেন চলাচল

ঘন কুয়াশার চাদরে মুড়ে রাজধানী দিল্লি। দৃশ্যমানতা শূন্যের কারণে ব্যহত ট্রেন ও বিমান চলাচল।বুধবার সকালে দিল্লির বেশ কিছু অংশে ঘন কুয়াশার চাদর ঢেকে গিয়েছে। যার ফলে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এসেছে।

Advertisment

ঘন কুয়াশার কারণে বুধবার সকালে দিল্লি ব্যহত বিমান চলাচল। সকাল ১০টায়ও রাজধানী জুড়ে বিভিন্ন রাস্তা কুয়াশায় আচ্ছন্ন ছিল।
সংবাদ সংস্থা ANI জানিয়েছে, "দিল্লি বিমানবন্দর ঘন কুয়াশার কারণে অন্তত ১১০ টি বিমান বিলম্বের সম্মুখীন হয়েছে" কুয়াশার কারণে দিল্লিতে ২৫ টি ট্রেন দেরিতে চলছে।

শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত রয়েছে।

delhi
Advertisment