Advertisment

মৃতের সংখ্যা হাজার ছাড়াল, নিহত ইজরায়েলিদের প্রতি শ্রদ্ধা, নিভিয়ে দেওয়া হল আইফেল টাওয়ারের আলো

হামাসের হামলার পর ইজরায়েলকে সাহায্য করার কথা জানিয়েছে আমেরিকা-ব্রিটেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel, IronDome, Hamas, Mossad, TelAviv, Israel under attack, Benjamin Netanyahu, Palestine, IRONS WORD, Netanyahu, state of war, Israel Palestine War, Gaza Under Attack, hamas attack, India With Israel, Israel Under Attack

ইজরায়েলিদের প্রতি শ্রদ্ধা জানাতে আইফেল টাওয়ারের আলো নিভিয়ে দেওয়া হয়েছে।

শনিবার সকালে (অক্টোবর ৭), প্যালেস্তাইনি জঙ্গিগোষ্ঠী হামাস ইজরায়েলের ওপর একটি ধ্বংসাত্মক হামলা চালায়। যার ফলে কমপক্ষে ৩০০ জনের মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছে ইজরায়েলি মিডিয়া। এর মধ্যে গাজা উপত্যকার উপকূলীয় প্যালেস্তাইনি অঞ্চল, যেখান থেকে হামাস যোদ্ধারা সীমান্তবর্তী ইজরায়েলে প্রবেশ করেছে, সেখানে প্রায় ২৫০ জন প্রাণ হারিয়েছেন। এই হামলাকে কয়েক দশকের মধ্যে দুই পক্ষের সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে দেখা হচ্ছে। কয়েক দশক ধরে আঞ্চলিক, সাম্প্রদায়িক ও বিদেশি শক্তির হস্তক্ষেপের কারণে বিপর্যস্ত বিশ্বের একটি অস্থির অঞ্চল এই গাজা। তিন দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইতিমধ্যে উভয় পক্ষের ১১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। একই সঙ্গে মৃত্যু হয়েছে ৪৪ জন ইজরায়েলি সেনার।

Advertisment

প্যালেস্তাইনি জঙ্গিগোষ্ঠী হামাসের হামলার পরিপ্রেক্ষিপ্তে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে হামাসের আক্রমণ একটি "দীর্ঘ এবং চ্যালেঞ্জিং যুদ্ধের" সূচনা করেছে। সেই সঙ্গে তিনি জঙ্গি গোষ্ঠীর আস্তানাগুলি ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে, গাজা উপত্যকায় রবিবার ভয়ঙ্কর বিমান হামলা চালায় ইজরায়েল। কর্মকর্তারা দাবি করেছেন এই হামলায় কমপক্ষে ৪১৩ জন নিহত হয়েছেন। হামলা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে। তার প্রধান কারণ, লেবাননের শিয়া জঙ্গি সংগঠন হিজবুল্লাহর উপস্থিতি। রবিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে যে তারা, ‘বিপুলসংখ্যক রকেট এবং গোলা’ ব্যবহার করে সিরিয়ার ইজরায়েল-অধিকৃত গোলান হাইটসের সীমান্তে অবস্থিত বিতর্কিত চেবায় ইজরায়েলি এলাকা লক্ষ্য করে গুলি চালায়। এর পাশাপাশি, হিজবুল্লাহ ‘প্যালেস্তাইনি হামলা’ সমর্থনও করেছে।

ইজরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধের আজ তৃতীয় দিন। চলছে রক্ক্ষয়ী যুদ্ধ। জানা গিয়েছে এই যুদ্ধে এখন পর্যন্ত উভয় পক্ষের এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যুদ্ধে ৭০০-এর বেশি ইজরায়েলি নিহত হয়েছেন এবং ২২০০-এর কাছাকাছি মানুষ আহত হয়েছেন। শুধু তাই নয়, ইজরায়েল থেকে প্রায় শতাধিক মানুষকে বন্দী করেছে হামাস। একই সঙ্গে ইজরায়েলের সেনাবাহিনীও ক্রমাগত হামাসের ওপর হামলা চালাচ্ছে। এই যুদ্ধে গত ২ দিনে হামাসের প্রায় ৩৭০ জন নিহত এবং প্রায় ২হাজারের বেশি আহত হয়েছেন। ইজরায়েলে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, অন্তত যুদ্ধের কারণে ১০ জন নেপালি ছাত্র নিহত হয়েছেন। ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে গাজা উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যুদ্ধে ইজরায়েলের বিমান বাহিনী এখন পর্যন্ত একাধিক বিমান হামলা চালিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ন্যাশনাল ইসলামিক ব্যাংকের ভবন গুঁড়িয়ে দিয়েছে ইজরাইল।

ইজরায়েলে হামাসের হামলার পর ইজরায়েলকে সাহায্য করার কথা জানিয়েছে আমেরিকা-ব্রিটেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। এরপর তিনি ইজরায়েলকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, আমেরিকা F-35, F-15 এবং F-16 যুদ্ধবিমানকেও সতর্ক করেছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে হামাসের এই হামলায় চার মার্কিন নাগরিকও নিহত হয়েছে। এদিকে রাষ্ট্রসংঘ জানিয়েছে ইজরায়েলের বিমান হামলার কারণে গাজায় ১.২৩ লাখ প্যালেস্তাইন গৃহহীন হয়েছেন। প্রায় ৭৪ হাজার মানুষ স্কুলে আশ্রয় নিয়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতাল প্রায় বন্ধের মুখে। ইজরায়েল জানিয়েছে, দক্ষিণ ইজরায়েলে হামাস জঙ্গিদের সঙ্গে যুদ্ধ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এক লাখের বেশি রিজার্ভ ফোর্সকে নামানো হয়েছে। ইসরায়েলও লেবাননের দিকে সেনা পাঠাতে শুরু করেছে, যেখান থেকে রবিবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

ইজরায়েলের অপারেশন সোর্ডস অফ আয়রন
হামাস-ইসরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধে এখন পর্যন্ত ৭০০ জনেরও বেশি ইজরায়েলের সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ১৫০ জন। এই সময়ের মধ্যে, ইজরায়েল হামাসের ৬৫৩ টি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইফেল টাওয়ারের আলো বন্ধ
হামাসের সন্ত্রাসবাদী হামলায় নিহত ইজরায়েলিদের প্রতি শ্রদ্ধা জানাতে আইফেল টাওয়ারের আলো নিভিয়ে দেওয়া হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইজরায়েলের পাশে থাকার বার্তা দিতে ডাউনিং স্ট্রিটকে ইজরায়েলি পতাকা দিয়ে আলোকিত করেছেন।

ইরান হামাসের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে
ইরান ইজরায়েলের হামাসের নজিরবিহীন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

Gaza Attack
Advertisment