Advertisment

Chhattisgarh encounter: মাওবাদী-সেনা গুলির লড়াই, হত ১২, চলতি বছরেই রেকর্ড সাফল্য

১২ জন মাওবাদী সেনার গুলিতে নিহত হওয়ার পর চলতি বছর ছত্তিশগড়ে নিহত মাওবাদীর সংখ্যা এখন বেড়ে হয়েছে ১০৩।

author-image
IE Bangla Web Desk
New Update
Maoists

30 এপ্রিল, মাওবাদী প্রভাবিত বস্তার অঞ্চলের আবুজমাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দুই মহিলা সহ সাতজন মাওবাদী নিহত হয়।

ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় বন্দুকযুদ্ধে ২৯ জন মাওবাদী নিহত হওয়ার মাত্র তিন সপ্তাহ পর, শুক্রবার ভোরে রাজ্যের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে আরও ১২ মাওবাদীর।

Advertisment

১২ জন মাওবাদী সেনার গুলিতে নিহত হওয়ার পর চলতি বছর ছত্তিশগড়ে নিহত মাওবাদীর সংখ্যা এখন বেড়ে হয়েছে ১০৩। যা ২০১৯-এর পর সর্বোচ্চ। এপ্রিলের শেষ পর্যন্ত, নিরাপত্তা বাহিনীর হাতে ৯১ জন মাওবাদী নিহত হয়।

অভিযান সম্পর্কে বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, 'জঙ্গলে প্রায় ১৫০ জন মাওবাদীর উপস্থিতির খবর অভিযানে নামে সেনা। স্পেশাল টাস্ক ফোর্স, কোবরা এবং সিআরপিএফ ব্যাটালিয়ন যৌথ অভিযান চালায়। ৮০০-এর বেশি নিরাপত্তা কর্মী অভিযানে অংশ নেন। ৬ টিরও বেশি স্থানে প্রায় ১২ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। তল্লাশি অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১২ জন মাওবাদীর মৃতদেহ। আইইডি বিস্ফোরণে একজন ডিআরজি জওয়ান সামান্য আহত হয়েছেন'।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই অভিযান প্রসঙ্গে বলেছেন, “আমি নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানাই। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নকশালবাদের একের পর এক অভিযান চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উভয়েই চান নকশালবাদের অবসান এবং আমরা ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা পাচ্ছি।”

Maoist
Advertisment