নাবালককে অপহরণ করে জোর করে ধর্মীয় স্লোগান দেওয়ানোর অভিযোগে হুলস্থূল কাণ্ড মধ্যপ্রদেশের ইন্দোরে। সংখ্যালঘু সম্প্রদায়ের বছর ১২-এর এক নাবালককে অপহরণ করে তাকে অন্যত্র নিয়ে গিয়ে নগ্ন করে জোর করে ধর্মীয় স্লোগান দেওয়ানোর অভিযোগ উঠলো আরও তিন নাবালকের বিরুদ্ধে।
মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ১২ বছর বয়সী ওই নাবালককে জোর করে ধর্মীয় স্লোগান দেওয়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে ইন্দোর পুলিশ। অভিযুক্ত তিন নাবালকের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখা যায় কিছু নাবালক ভিন ধর্মের ১২ বছরের নাবালককে নগ্ন করে তাকে দিয়ে জোর করে ধর্মীয় স্লোগান দেওয়ানো হচ্ছে। ভিডিওটি সামনে আসার পর, ইন্দোর পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ইতিমধ্যেই নাবালক তিন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে। এছাড়াও ইন্দোর পুলিশ ভিনধর্মী ওই কিশোরের 'কাউন্সেলিং' পর্বও শুরু করেছে।
ইন্দোরের ডিসিপি সুরজ ভার্মা বলেছেন, "গতকাল, শিশুর পরিবারের তরফে অভিযোগ করা হয় ১২- বছরের নাবালককে তার পরিচিত অন্য তিন নাবালক অন্যত্র নিয়ে গিয়ে জোর করে তাকে নগ্ন করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে। সেই সঙ্গে নাবালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।
তিনি আরও জানান, ওই নাবালককে হেনস্থা করার পাশাপাশি তারা ওই নাবালকের একটি ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। নাবালককে দিয়ে জোর করে জয় শ্রী রাম, জয় মহাকালের পাশাপাশি হিন্দুস্তান জিন্দাবাদ ও পাকিস্তান মুর্দাবাদের মতো ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনার একটি ভিডিও'ও পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে অভিযুক্ত নাবালকরা। পুলিশ মিডিয়ার পাশাপাশি সাধারণ মানুষদের কাছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না করার জন্য আবেদন করেছে।