আফগানিস্তান তালিবানিদের দখলে যাওয়ার পর থেকেই সে দেশে আটকে পড়া ভারতীয় প্রশাসনিক আধিকারিক ও অন্য নাগরিকদের উদ্ধারে জোরদার তৎপরতা নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবার আফগানিস্তানে আটকে থাকা ১২০ জন ভারতীয় আধিকারিককে দেশে ফেরানো হয়েছে৷ বায়ুসেনার একটি বিমান আটকে পড়া ওই ভারতীয় আধিকারিকদের নিয়ে গুজরাতের জামনগরে ফিরেছে৷
সোমবারই কাবুল বিমানবন্দরের ভয়াবহ দৃশ্য দেখেছে গোটা বিশ্ব৷ বিমানে কাবুল ছাড়তে মরিয়া আফগানদের দৌড় স্তম্ভিত করেছে বিশ্ববাসীকে৷ প্রাণভয়ে এখন আফগানিস্তান ছেড়ে পালাতে চাইছেন সেদেশের নাগরিকরা৷ হাজার-হাজার মানুষের উপচে পড়া ভিড় কাবুল বিমানবন্দরে৷ ইতিমধ্যেই বিশ্বের নানা দেশ আফগানিস্তান থেকে তাঁদের নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে একাধিক তৎপরতা নিয়েছে৷ পিছিয়ে নেই ভারতও৷ আগেই শতাধিক ভারতীয়কে বিমানে দেশে ফেরানো হয়েছে৷
আরও পড়ুন- ‘তালিবানদের বিশ্বাস নেই’, শান্তি-সুরক্ষার আর্জি নিয়ে কাবুলে বৈঠক শিখ ও হিন্দু নেতাদের
মঙ্গলবার আরও ১২০ ভারতীয় আধিকারিককে ফেরাল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, আফগানিস্তান আটকে থাকা বারতীয় নাগরিকদের স্বার্থ সুনিশ্চিত করতে সব ধরনের তৎপরতা নেওয়া হচ্ছে৷ আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের জন্য নির্দিষ্ট ইমেল আইডি ও ফোন নম্বরও চালু করেছে বিদেশ মন্ত্রক৷ ওই নম্বরে যোগাযোগ করলে তাঁদের সাহায্য করা হচ্ছে৷ হেল্পলাইন নম্বরটি হল-+৯১৯৭১৭৭৮৫৩৭৯ এবং ইমেল আইডি- MEAHHelpdeskindia@gmail.com৷
বিদেশমন্ত্রক আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে৷ সেখানকার বর্তমান পরিস্থিতির জেরে ভিসার নিয়ম-নীতি সম্পর্কে পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনার পরে আফগানিস্তান থেকে ভারতে ঢোকার জন্য ভিসার নয়া নিয়ম চালুর সিদ্ধান্ত নেয় বিদেশমন্ত্রক৷ ভারতে ঢোকার জন্য ফাস্ট-ট্র্যাক ভিসা আবেদনের সুযোগ মিলছে৷ "ই-ইমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা" বা ইলেকট্রনিক ভিসা নামে একটি নয়া বিভাগ চালু করা হয়েছে৷ যে উদ্যোগের মাধ্যমে সহজেই ভারতে ঢোকার ক্ষেত্রে অনুমোদন মিলবে৷ ভারতীয়দের পাশাপাশি চাইলে আফগানিস্তানে আটকে পড়া অন্যরাও এই সুবিধা নিতে পারবেন৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন