Advertisment

ভারতের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র, ISIS যোগে NIA-এর জালে ১৩

শনিবার সকাল থেকে ৪৪ টি স্থানে NIA-এর অভিযান চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Attacks on NIA at Bhupatinagar

Attacks on NIA: এবার রাজ্যে আক্রান্ত NIA।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি শনিবার সকালে কর্ণাটক এবং মহারাষ্ট্রের ৪০ টিরও বেশি স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করেছেন। NIA সূত্রে জানা গিয়েছে ধৃত সকলেই আইএসআইএস-এর সঙ্গে জড়িত।

Advertisment

জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) শনিবার সকালে সারা দেশের ৪০ টিরও বেশি জায়গায় অভিযান চালিয়েছে । জানা গেছে যে সংস্থাটি মহারাষ্ট্রের থানে, পুনে থেকে মীরা ভাইন্দর পর্যন্ত অনেক জায়গায় অভিযান চালিয়েছে তদন্ত সংস্থা। একই সময়ে, কর্ণাটকেও সংস্থাটি অনেক জায়গায় ভোরে অভিযান চালানো হয়।

ভারতে হামলার ষড়যন্ত্র ISIS, কর্ণাটক ও মহারাষ্ট্রে ৪০ টিরও বেশি জায়গায় এনআইএ অভিযান অব্যাহত রয়েছে। ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (ISIS) বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি। এই সন্ত্রাসী সংগঠন এখন ভারতেও তাদের জাল বিস্তার করেছে।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে কর্ণাটক ও মহারাষ্ট্রের প্রায় ৪৪টি স্থানে অভিযান চালায়। সংবাদ সংস্থা এএনআই-জানিয়েছে, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এর মাধ্যমে সারা দেশে সন্ত্রাসবাদী হামলা চালানোর ষড়যন্ত্রের মামলায় এই অভিযান চালানো হয়।

এএনআই- জানিয়েছে, শনিবার সকাল থেকে ৪৪ টি জায়গায় এনআইএর অভিযান চলছে। তার মধ্যে কর্ণাটকের একটি জায়গায় অভিযান চালানো হয়েছে। একই সময়ে, এনআইএ আধিকারিকরা পুনেতে ২টি, থানে গ্রামীণ এলাকায় ৩১টি, থানে শহরের ৯টি জায়গায় অভিযান চালিয়েছে। ভারতে সন্ত্রাস ও হিংসতা ছড়ানোর জন্য সন্ত্রাসী সংগঠনের পরিকল্পনা নস্যাৎ করতে এনআইএ ব্যাপক তদন্ত চালাচ্ছে। এর আগেও এ ধরনের অভিযান চালানো হয়েছে, যাতে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

NIA ISIS
Advertisment