Oil Tanker Capsizes: সোমবার ওমান উপকূলের কাছে একটি তেলের ট্যাঙ্কার উল্টে (Oil Tanker Capsizes) গিয়ে বিপত্তি। ট্যাঙ্কারে থাকা ১৬ জন নাবিক সমুদ্রে তলিয়ে গেলেন। তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়।
ওমারে উপকূল রক্ষা কেন্দ্র জানিয়েছে, ভেসেলটি বন্দর শহর দুকমের কাছে রাস মাদ্রাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে উল্টে যায়। তল্লাশি এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারের জন্য যথাসম্ভব চেষ্টা চলছে।
জানা গিয়েছে, কমোরোস ফ্ল্যাগড তেলের ট্যাঙ্কার ভেসেলের নাম প্রেস্টিজ ফ্যালকন। এই ভেসেলে ১৬ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং তিনজন শ্রীলঙ্কার নাগরিক।
উপকূল রক্ষা কেন্দ্র সংবাদসংস্থা রয়টার্সকে আরও জানিয়েছে, ভেসেলটি ডুবে গিয়েছে। তবে তেলের ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে মিশে গিয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
কোথায় যাচ্ছিল ট্যাঙ্কারটি?
শিপিং ডেটা অনুযায়ী, ওই তেলের ট্যাঙ্কারটি ইয়েমেনের বন্দর এডেনের দিকে যাচ্ছিল। কিন্তু যাত্রাপথে ওমান উপকূলের কাছে ডুবে যায়। ওমানের দুকম হল একটি বাণিজ্যিক বন্দর এবং দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত।
আরও পড়ুন Trump Interview: বেঁচে আছি এটাই অবিশ্বাস্য….! গুলি কাণ্ডের পর ‘বিধ্বংসী বক্তব্য’, কী জানালেন ট্রাম্প?
জানা গিয়েছে, ট্যাঙ্কারটি ১১৭ মিটার দীর্ঘ ছিল। ২০০৭ সালে ট্যাঙ্কারটির নির্মাণ হয়, বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।