মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা!যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে ১৩ জন নিহত, ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। বাসটি পুনে থেকে মুম্বাই যাচ্ছিল। এর মাঝেই রায়গড়ের কাছেই খোপলি এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে একটি খালে পড়ে যায় বলে জানা গেছে। বাসে মোট ৪০-৪৫ জন যাত্রী ছিল বলেই জানা গিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর উদ্ধারকার্যের জন্য নামে স্থানীয় মানুষজন। আহতদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) রায়গড়ের খোপলি এলাকায় মুম্বাই-পুনে হাইওয়েতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি খালে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে, এবং ২৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পুনে থেকে মুম্বাই যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এতবড় দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে উদ্ধারকারী দলের সদস্যরা ও রায়গড় থানার পুলিশ। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পুনে থেকে গোরেগাঁও যাচ্ছিল। রায়গড়ের এসপি সোমনাথ ঘার্জে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলবাহিনী। শনিবার ভোর ৪টা নাগাদ ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা।