নকশাল দমনে বড়সড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। শুক্রবার সকালে গড়চিরৌলিতে ১৩ জন মাওবাদীকে নিকেশ করেছে পুলিশের সি-৬- কম্যান্ডোরা। এদিন ভোর আলো ফুটতেই এটাপল্লির কোটমি জঙ্গলে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কম্যান্ডোরা। সেখানেই গোপন বৈঠক চলছিল মাওবাদীদের। অতর্কিতে হানায় প্রত্যাঘাত করার সুযোগ পায়নি মাওবাদীরা।
গড়চিরৌলির ডিআইজি সন্দীপ পাতিল জানিয়েছেন, পুলিশের গুপ্তচর এবং অন্যান্য সূত্রে মাওবাদীদের অবস্থানের কথা জানা যায়। এরপর শুক্রবার সি-৬০ কম্যান্ডোরা তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গলের মধ্যে কম্যান্ডোদের দেখতে পেয়ে গুলি চালালেও কাজ হয়নি। কম্যান্ডোদের গুলিতে ১৩ জন মাওবাদী ঝাঁঝরা হয়ে যায়।
আরও পড়ুন হিংসা কবলিত মায়ানমার থেকে ৬ হাজার শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে, জানাল রাষ্ট্রসংঘ
জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেছেন, ঘণ্টাখানেক চলে গুলির লড়াই। এরপর রণে ভঙ্গ দিয়ে বাকি মাওবাদীরা ঘন জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মাওবাদীদের দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।