১৮ ঊর্ধ্বদের করোনার বুস্টার ডোজ দেওয়া শুরুর প্রথম দিনেই বিপুল সাড়া। কেন্দ্রীয় সরকারের CoWIN পোর্টালের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত দেশজুড়ে সাড়ে ১৫ লক্ষেরও বেশি নাগরিক করোনার বুস্টার ডোজ নিয়েছেন। এঁদের মধ্যে ১৩ লক্ষেরও বেশি নাগরিকের বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষে ৭৫ দিনের জন্য প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের মোদী সরকার।
তথ্য বলছে, গত ৭ দিনে দেশজুড়ে গড়ে প্রতিদিন মাত্র সাড়ে ৫ লক্ষ করোনার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। করোনার সতর্কতামূলক এই ডোজ নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যেই অনীহা রয়েছে, তারই জেরে বুস্টার ডোজ নেওয়ার গতিও থমকে পড়েছিল। তবে এবার ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া চালু হয়ে যাওয়ায় একধাক্কায় সতর্কতামূলক এই টিকা নেওয়ার প্রবণতাও বহুগুণে বেড়ে গিয়েছে। অন্যদিকে, গত ৭ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১৩ লক্ষ ৪০ হাজার করোনার টিকার ডোজ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলতেই চূড়ান্ত তৎপরতা, জেলায়-জেলায় জারি সতর্কতা
চলতি বছরের জানুয়ারিতে স্বাস্থ্য কর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছরের বেশি বয়সী-সহ কোমর্বিডিটি থাকা রোগীদের করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। তবে এই সতর্কতামূলক ডোজ নেওয়ার প্রবণতা কম ছিল। সেই কারণেই ধীর গতিতে চলছিল বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে করোনার বুস্টার ডোজ দেওয়া গিয়েছিল। সংখ্যাটা ছিল ৩৭ লক্ষেরও বেশি।
চলতি বছরের মে মাসে এক সপ্তাহে মাত্র ১২ লক্ষের বেশি করোনার সতর্কতামূলক ডোজ দেওয়া হয়। তবে পরের মাসে বুস্টার ডোজ নেওয়ার প্রবণতা আবার বাড়তে শুরু করে। সেই সময়ে কেন্দ্রীয় সরকার 'হর ঘর দস্তক' প্রচার অভিযান শুরু করেছিল।
আরও পড়ুন- আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও! একদিনে দেশে করোনার বলি ৫৬
বয়স্কদের করোনার বুস্টার ডোজ এবং শিশুদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হচ্ছিল। CoWIN পোর্টালের তথ্য অনুযায়ী, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ৩৩ লক্ষ করোনার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
রাজধানী দিল্লিতে একটা সময়ে বুস্টার ডোজ নেওয়ার প্রবণতা কমে গিয়েছিল। তবে রাজ্য সরকার প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার করার ঘোষণা করায় ফের সেটি নেওয়ার প্রবণতাও বাড়তে শুরু করে।
কেন্দ্রীয় সরকার এপ্রিল মাসেই সব প্রাপ্তবয়স্কদের জন্য করোনার বুস্টার ডোজ ড্রাইভ চালু করেছিল। কিন্তু ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের এতদিন প্রাইভেট সেন্টারে গিয়ে টাকা দিয়ে সেই বুস্টার ডোজ নিতে হচ্ছিল। তবে এখন সব প্রাপ্তবয়স্কদের জন্যই বিনামূল্যে বুস্টার ডোজ দিচ্ছে কেন্দ্র।