রেল মানচিত্রে ভারতীয় রেলের একচেটিয়া অধিকারকে খর্ব করতে বাজেটে বেসরকারি সংস্থার মাধ্যমে ১৫০টি ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। প্রসঙ্গত, সর্বশেষ স্টেকহোল্ডারদের সভায় অংশ নিয়েছিলেন টাটাসের প্রতিনিধিরা। এছাড়াও যেখানে উপস্থিত অ্যাডানিস, অলস্টম, সিমেন্স এবং বোম্বার্ডিয়ারের মতো সংস্থাগুলিও উপস্থিত ছিল সেই মিটিংএ। শনিবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি এক যাদব বলেন, "স্টেকহোল্ডারের আলোচনা সভায় উপস্থিত সংস্থাগুলির মধ্যে অন্যতম ছিল টাটা গোষ্ঠী।"
আরও পড়ুন: তীব্র মন্দার বাজারে জনসম্পদ নিয়ে জুয়াখেলা
সরকারের পক্ষ থেকে বাজারে থাকা রোলিংস্টকে প্রায় ২২,৫০০ হাজার টাকা বিনিয়গের ভাবনা রয়েছে। সেই ভাবনা থেকেই রেলে বেসরকারি সংস্থাদের দিয়ে ১৫০ ট্রেন চালানোর মাধ্যমে লাইসেন্স ফি এবং মাসুল চার্জে ছাড়ের আশা করছে। বাজেটে পেশের সময় নির্মলা সীতারামণ বলেন, "চারটি স্টেশন পুনরায় উন্নয়ন করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি হাতে ১৫০টি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পর্বের প্রক্রিয়া চলছে।”
আরও পড়ুন: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল, কিন্তু এই শর্তগুলি মানতে হবেই
উল্লেখ্য, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা তাঁদের আর্থিক মন্দাকে ঢেকেছে কোনওমতে। যদিও বাজেটে নম নম করেই রেল বাজেটের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। রেলের জ্বালানি ব্যয় কম করতেও সচেষ্ট হওয়ার কথাও বলা হয়েছে বাজেটে। সে কারণে পরের বছরে অপারেটিং রেশিওর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৯৯.২ শতাংশ।
Read the full story in English