সংসদে রাষ্ট্রপতির বক্তৃতা বয়কটের ডাক কংগ্রেস,তৃণমূল-সহ ১৬ বিরোধী দলের

কৃষকদের পাশে থেকে সংসদে রাষ্ট্রপতির বক্তৃতা বয়কটের ডাক দিল দেশের ১৬টি বিরোধী রাজনৈতিক দল।বিরোধী দলের নেতারা বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন।

কৃষকদের পাশে থেকে সংসদে রাষ্ট্রপতির বক্তৃতা বয়কটের ডাক দিল দেশের ১৬টি বিরোধী রাজনৈতিক দল।বিরোধী দলের নেতারা বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update

২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ঘিরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে। পুলিশ-কৃষক সংঘর্ষে রীতিমত অশান্তির আবহ রাজধানীতে। তবে এর পরও কৃষি আইন বাতিলের কোনও সিদ্ধান্ত নেয়নি মোদী-শাহ সরকার। বরং লালকেল্লা কান্ডের পর এফআইআর দায়ের হয়েছে ২৫ কৃষক নেতার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে কৃষকদের পাশে থেকে সংসদে রাষ্ট্রপতির বক্তৃতা বয়কটের ডাক দিল দেশের ১৬টি বিরোধী রাজনৈতিক দল।

Advertisment

বৃহস্পতিবার বিরোধী দলের নেতারা বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে তারা বাজেট অধিবেশন শুরুর আগে ২৯ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণ সংসদে বর্জন করবেন বলে জানিয়েছেন। নেতারা তিনটি কৃষি আইন বাতিলের জন্য তাদের সম্মিলিত দাবি এবং প্রতিবাদী কৃষকদের সঙ্গে সংহতি জানিয়ে এই বিবৃতি প্রকাশ করেছে।

কৃষি আইন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এনসিপির শরদ পওয়ার, শিব সেনার সঞ্জয় রাউত- সহ একাধিক নেতারা এই প্রতিবাদ-বয়কটে অংশ নেবেন। দেশের মোট ১৬টি দল এই ডাক তুলেছে।

Advertisment

বিরোধীদের তরফে বলা হয়, "এই তিন আইন বাতিল করা না হলে জাতীয় খাদ্য সুরক্ষা - এমএসপি, সরকারী সংগ্রহ এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) কাঠামো ভেঙে যাবে। রাজ্য ও কৃষক ইউনিয়নের সাথে কোন পরামর্শ ছাড়াই আনা হয়েছিল। অনেকেই সহমত প্রকাশ করেনি। ই আইনগুলির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন থাকছে।" বিবৃতিতে এও বলা হয়, "প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকার তাদের প্রতিক্রিয়াতে অহঙ্কারী, অবিচল এবং অগণতান্ত্রিক রয়েছে। সরকারের এই সংবেদনশীলতা দেখে হতবাক আমরা। বিরোধী রাজনৈতিক দলগুলি কৃষক বিরোধী আইন বাতিল করার এবং ভারতীয় কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে লড়াই করবে। সম্মিলিত দাবি জানিয়ে এই আইন পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান হচ্ছে।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc CONGRESS Farmers Movement